ক্লুলেস তারা মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৪

নেত্রকোনা প্রতিনিধি
কেন্দুয়া থানা। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ওয়াই গ্রামের ক্লুলেস তারা মিয়া ফকির হত্যায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২২ মার্চ সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের কাটাহুসিয়া এলাকায় সাতারখালী খালে তার মরদেহ পাওয়া যায়। কে বা কারা তাকে হত্যা করেছিল, সে বিষয়ে পরিবার কাউকে সন্দেহেরও কথাও জানাতে পারেনি।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। ওসি জানান, গ্রেপ্তার চার আসামিকেই শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন— কাটাহুসিয়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. শামীম মিয়া (২৫), ওয়াই গ্রামের জুলহাস মিয়ার ছেলে মো. সজল মিয়া (২০), ওয়াই উত্তর পাড়া গ্রামের মো. নয়ন মিয়ার ছেলে মো. আফজাল হোসেন (২৪) এবং ওয়াই উত্তর পাড়া (বন্দেরবাড়ী) গ্রামের মো. জাবেদ মিয়ার ছেলে মো. রিয়াজ (২০।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কেন্দুয়ার ওয়াই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে তারা মিয়া ফকির (৬২) বাসাটী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। গত ২১ মার্চ রাতে আর তিনি দোকান থেকে বাড়ি ফেরেননি। অনেক খুজেও তাকে পাওয়া যায়নি। পরে ২২ মার্চ সকালে গড়াডোবা ইউনিয়নের কাটাহুসিয়া এলাকায় সাতারখালী খালে তার মরদেহ পাওয়া যায়।

পরদিন ২৩ মার্চ এ ঘটনায় কেন্দুয়া থানায় হত্যা মামলা হয়। ওসি বলেন, মামলা তদন্তের সময় তারা মিয়াকে হত্যায় জড়িত সন্দেহে শামীম মিয়াকে গত ১১ এপ্রিল ওয়াই গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে আবেদন করলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় আফজাল হোসেনকে। আদালতে উপস্থাপন করলে আফজাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্য অনুযায়ী পরে সজল মিয়া ও রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জানান, তারা মিয়া হত্যায় গ্রেপ্তার চারজনই মাদক সেবন করতেন। তারা মিয়া তাদের নানা সময় মাদক নিতে নিষেধ করতেন। এর জন্য বকাঝকাও করতেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা মিয়াকে হত্যার পরিকল্পনা করেন ওই চারজন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ভাঙ্গায় বাসচাপায় দুই নারীসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

২ দিন আগে

ভোটের জন্য গেলে মায়েরা পকেটে টাকা গুঁজে দেয়: হাসনাত

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের আগামী নির্বাচন হবে হাসনাতের নির্বাচন। কোনো কর্মী লাগবে না, এজেন্ট লাগবে না, কোনো টাকা-পয়সাও লাগবে না। আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো। এখন আমি ভোটের জন্য গেলে মায়েরাই আমাকে খাবার দেয়, পকেটে টাকা গুঁজে দেয়— এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।

২ দিন আগে

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আমরা জানিয়েছি। এখন পর্যন্ত তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।

২ দিন আগে

টাঙ্গাইলে পিন্টুর পর মনোনয়নের তালিকায় ছোট ভাই টুকু

‘এক পরিবারে এক প্রার্থী’ নীতির কারণে দেশের অনেক এলাকাতেই একই পরিবারের দুজনকে মনোনয়ন দেয়নি বিএনপি। ব্যতিক্রম টাঙ্গাইল। এ জেলার এক আসনে বড় ভাই আব্দুস সালাম পিন্টুর নাম প্রার্থী হিসেবে আগেই ঘোষণা করেছিল বিএনপি। এবার জেলার আরেক আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকুর নাম।

২ দিন আগে