
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

দলীয় প্রতিযোগিতার সব ক্ষোভ-অভিমান ভুলে একই মঞ্চে দাঁড়িয়ে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার উপজেলা) আসনের বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন ও প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ছাতক-দোয়ারাবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় তারা প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন।
সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ছাতক ও দোয়ারাবাজারে বিএনপি সবসময়ই ঐক্যবদ্ধ। দলের কর্মীরাই আমাদের প্রাণ। অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও নির্বাচনসহ সব সাংগঠনিক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাবো। আমাদের ঐক্যের জয় হয়েছে, আগামীতেও সেই জয় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী জানান, দলের প্রতি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান রেখে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। ছাতক-দোয়ারাবাজারে বিএনপির মধ্যে কোনো বিরোধ নেই; ছিল কেবল দলীয় প্রতিযোগিতা। বর্তমানে উপজেলা ও পৌর বিএনপির কমিটিগুলো দুই বলয়ের সমন্বয়ে গঠন করা হয়েছে। নির্বাচনের পর বাকি কমিটিগুলোও ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করা হবে।
তিনি আরও বলেন, ‘আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি আচরণবিধি মেনে আমরা সবাই একসঙ্গে ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলনের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় কাজ করব। এ আসনে ধানের শীষ বিজয়ী হলে তা হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিজয়।’
উপজেলার রাজাপুরস্থ জয়েন্ট কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন আহমেদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন।
ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আলহাজ আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুলসহ আরও অনেকে।
সভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রউফসহ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় প্রতিযোগিতার সব ক্ষোভ-অভিমান ভুলে একই মঞ্চে দাঁড়িয়ে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার উপজেলা) আসনের বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন ও প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ছাতক-দোয়ারাবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় তারা প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন।
সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ছাতক ও দোয়ারাবাজারে বিএনপি সবসময়ই ঐক্যবদ্ধ। দলের কর্মীরাই আমাদের প্রাণ। অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও নির্বাচনসহ সব সাংগঠনিক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাবো। আমাদের ঐক্যের জয় হয়েছে, আগামীতেও সেই জয় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী জানান, দলের প্রতি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান রেখে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। ছাতক-দোয়ারাবাজারে বিএনপির মধ্যে কোনো বিরোধ নেই; ছিল কেবল দলীয় প্রতিযোগিতা। বর্তমানে উপজেলা ও পৌর বিএনপির কমিটিগুলো দুই বলয়ের সমন্বয়ে গঠন করা হয়েছে। নির্বাচনের পর বাকি কমিটিগুলোও ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করা হবে।
তিনি আরও বলেন, ‘আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি আচরণবিধি মেনে আমরা সবাই একসঙ্গে ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলনের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় কাজ করব। এ আসনে ধানের শীষ বিজয়ী হলে তা হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিজয়।’
উপজেলার রাজাপুরস্থ জয়েন্ট কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন আহমেদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন।
ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আলহাজ আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুলসহ আরও অনেকে।
সভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রউফসহ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
১১ ঘণ্টা আগে
প্রতীক পেয়ে রুমিন সাংবাদিকদের বলেন, ‘আমার এই হাঁস (প্রতীক) যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।’
১১ ঘণ্টা আগে
‘হাজতি আবুল বাশার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
১২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, এদের অনেকের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত নানা অপকর্মের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলা রয়েছে।
১৩ ঘণ্টা আগে