
বেনাপোল (যশোর) প্রতিনিধি

কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমস হাউজে আমদানি করা পণ্য শুল্কায়নের কাজসহ বন্দর থেকে খালাস প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। শুল্কায়নের কাজ বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে কাস্টমস হাউজ।
কর্মবিরতিতে বন্দর থেকে পণ্য খালাস নিতে না পারায় প্রতিদিন বন্দরের জন্য বাড়তি ভাড়া গুনতে হচ্ছে আমদানিকারকদের। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে যাত্রী চলাচল ও বন্দরে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড স্বাভাবিক আছে।
বুধবার (২১ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি কার্যক্রম ছিল স্বাভাবিক। এরপর বন্ধ হয়ে যায় আমদানি কার্যক্রম। এর জের ধরে ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টরাও রপ্তানি পণ্য নিতে অস্বীকৃতি জানান। ফলে আমদানির পাশাপাশি রপ্তানি কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে অপসারণসহ চার দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সই করা প্রেস নোটে জানানো হয়েছে, বুধবার প্রেস ব্রিফিংয়ের পর থেকে লাগাতার অসহযোগ কর্মসূচি চলবে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলো নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ওই দিন এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে সবাই অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা ঘোষণা দিয়েছেন, আগামী শনিবার ও রোববার কাস্টমস হাউজ ও এলসি স্টেশনগুলো ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুদিন কাস্টমস হাউজ ও এলসি স্টেশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতি আওতামুক্ত রেখে। অন্যদিকে আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
বুধবার দুপুরের পর থেকে বেনাপোল কাস্টমস হাউজে শুল্কায়নের কাজ শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রের ঘোষণার পর থেকেই শুল্কায়ন বন্ধ হয়ে যায়। এর আগে ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতির অংশ হিসেবে অন্যান্য শুল্ক হাউজের মতো বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তারাও কলম বিরতি পালন করেছেন।
বুধবার সকাল থেকে দেখা গেছে, কাস্টমস হাউজ খোলা থাকলেও অধিকাংশ টেবিলই খালি। কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছেন। কিছু কর্মকর্তা আসনে থাকলেও দরজা বন্ধ করে কোনো কাজ করছেন না। দুপুর ২টার আগ পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও ২টার পর থেকে বন্ধ রয়েছে। যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমস হাউজে শুল্কায়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। এতে বন্দর থেকে পণ্য খালাস হচ্ছে না। আর পণ্য খালাস না হওয়ার কারণে আমদানিকারকদের প্রতিদিন বন্দরের ভাড়া গুনতে হচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, কাস্টমস হাউজের কর্মকর্তাদের কর্মবিরতি সত্ত্বেও বেনাপোল বন্দর দিয়ে বেলা ২টা পর্যন্ত দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। তবে ২টার পর থেকে ভারতীয় বন্দর ব্যবহারকারীরা আমদানি পণ্য না নিলে রপ্তানি পণ্য নেবেন না বলে রপ্তানি বন্ধ করে দেন।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান কাস্টমস বলেন, আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে বেনাপোল কাস্টমস হাউজেও কর্মবিরতি পালন করছি।

কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমস হাউজে আমদানি করা পণ্য শুল্কায়নের কাজসহ বন্দর থেকে খালাস প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। শুল্কায়নের কাজ বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে কাস্টমস হাউজ।
কর্মবিরতিতে বন্দর থেকে পণ্য খালাস নিতে না পারায় প্রতিদিন বন্দরের জন্য বাড়তি ভাড়া গুনতে হচ্ছে আমদানিকারকদের। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে যাত্রী চলাচল ও বন্দরে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড স্বাভাবিক আছে।
বুধবার (২১ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি কার্যক্রম ছিল স্বাভাবিক। এরপর বন্ধ হয়ে যায় আমদানি কার্যক্রম। এর জের ধরে ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টরাও রপ্তানি পণ্য নিতে অস্বীকৃতি জানান। ফলে আমদানির পাশাপাশি রপ্তানি কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে অপসারণসহ চার দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সই করা প্রেস নোটে জানানো হয়েছে, বুধবার প্রেস ব্রিফিংয়ের পর থেকে লাগাতার অসহযোগ কর্মসূচি চলবে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলো নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ওই দিন এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে সবাই অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা ঘোষণা দিয়েছেন, আগামী শনিবার ও রোববার কাস্টমস হাউজ ও এলসি স্টেশনগুলো ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুদিন কাস্টমস হাউজ ও এলসি স্টেশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতি আওতামুক্ত রেখে। অন্যদিকে আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
বুধবার দুপুরের পর থেকে বেনাপোল কাস্টমস হাউজে শুল্কায়নের কাজ শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রের ঘোষণার পর থেকেই শুল্কায়ন বন্ধ হয়ে যায়। এর আগে ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতির অংশ হিসেবে অন্যান্য শুল্ক হাউজের মতো বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তারাও কলম বিরতি পালন করেছেন।
বুধবার সকাল থেকে দেখা গেছে, কাস্টমস হাউজ খোলা থাকলেও অধিকাংশ টেবিলই খালি। কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছেন। কিছু কর্মকর্তা আসনে থাকলেও দরজা বন্ধ করে কোনো কাজ করছেন না। দুপুর ২টার আগ পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও ২টার পর থেকে বন্ধ রয়েছে। যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমস হাউজে শুল্কায়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। এতে বন্দর থেকে পণ্য খালাস হচ্ছে না। আর পণ্য খালাস না হওয়ার কারণে আমদানিকারকদের প্রতিদিন বন্দরের ভাড়া গুনতে হচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, কাস্টমস হাউজের কর্মকর্তাদের কর্মবিরতি সত্ত্বেও বেনাপোল বন্দর দিয়ে বেলা ২টা পর্যন্ত দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। তবে ২টার পর থেকে ভারতীয় বন্দর ব্যবহারকারীরা আমদানি পণ্য না নিলে রপ্তানি পণ্য নেবেন না বলে রপ্তানি বন্ধ করে দেন।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান কাস্টমস বলেন, আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে বেনাপোল কাস্টমস হাউজেও কর্মবিরতি পালন করছি।

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
১ দিন আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।
১ দিন আগে
হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।
১ দিন আগে
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।
২ দিন আগে