গরুর হাটে অতিরিক্ত ইজারা আদায়, ৪০ হাজার টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় গরুর হাটে সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ইজারা আদায়ে ইজারাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ মে) বিকালে মাইজপাড়া গরুর হাটে সেনাবাহিনীর নজরদারির পরে ভ্রমমাণ আদালত এই ব্যবস্থা নেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নড়াইল সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল মাইজপাড়া পশুর হাটে নিয়মিত নজরদারির সময় দেখতে পান একজন ইজারাদার সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ইজারা আদায় করছেন। এ সময় ইজারাদার এম শামসুজ্জামান খোকনকে (৫০) সেনাবাহিনীর পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং অননুমোদিত অর্থ আদায় বন্ধ করতে নির্দেশ দেয়া হয়।

এরপর সেনাবাহিনীর টহল দল এলাকা ত্যাগ করার ১০–১৫ মিনিট পরেই আবার অতিরিক্ত টাকা আদায় শুরু করেন। ওই ইজারাদার গরু ১ হাজার থেকে ১৩’শ টাকা পর্যন্ত আদায় করছেন। যা সরকারি হারে গরুপ্রতি ৬০০ টাকা এবং ছাগলপ্রতি ২০০ টাকা নির্ধারিত আছে। জিজ্ঞাসাবাদে ইজারাদার অতিরিক্ত টাকা আদায়ে নিজের পক্ষে যুক্তি দেখালেও কোন কাগজ দেখাতে পারেনি।

স্থানীয় খামারি ও হাট ব্যবসায়ীরা অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে গোপনে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন এবং আদায়ের পর কোনো রশিদ বা প্রমাণপত্রও দেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, সেনাবাহিনী অভিযুক্ত ইজারাদার এম শামসুজ্জামান খোকন কে আটক করে এবং পরে আমি মোবাইল কোর্ট পরিচালনা করি। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে সরকারি ইজারার বাইরে অতিরিক্ত টাকা আদায়ের দায়ে অভিযুক্তকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযোগে ওই ইজারাদারের হাট ইজারা বাতিলের বিষয়ে জেলা প্রশাসন প্রক্রিয়া শুরু করেছে বলে সূত্রে জানা গেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নিয়ন্ত্রণে আসেনি আশুলিয়ার পোশাক কারখানার আগুন

তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাভারের আশুলিয়ার পলমল গ্রুপের পোশাক কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

৮ ঘণ্টা আগে

খুনের মামলা রাজনৈতিক দেখিয়ে প্রত্যাহার চেষ্টার অভিযোগ

লিখিত বক্তব্যে মামলার বাদী রঞ্জু আহমেদ বলেন, ২০০৯ সালের ৬ অক্টোবর রায়পুর গ্রামে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে তার বাবা শামসুল ইসলাম, ভাই মনিরুল ইসলাম ও মন্টুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মন্টু।

৯ ঘণ্টা আগে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

১০ ঘণ্টা আগে

নাটোরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরের বনপাড়ায় বাস--অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

১০ ঘণ্টা আগে