গরুর হাটে অতিরিক্ত ইজারা আদায়, ৪০ হাজার টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় গরুর হাটে সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ইজারা আদায়ে ইজারাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ মে) বিকালে মাইজপাড়া গরুর হাটে সেনাবাহিনীর নজরদারির পরে ভ্রমমাণ আদালত এই ব্যবস্থা নেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নড়াইল সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল মাইজপাড়া পশুর হাটে নিয়মিত নজরদারির সময় দেখতে পান একজন ইজারাদার সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ইজারা আদায় করছেন। এ সময় ইজারাদার এম শামসুজ্জামান খোকনকে (৫০) সেনাবাহিনীর পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং অননুমোদিত অর্থ আদায় বন্ধ করতে নির্দেশ দেয়া হয়।

এরপর সেনাবাহিনীর টহল দল এলাকা ত্যাগ করার ১০–১৫ মিনিট পরেই আবার অতিরিক্ত টাকা আদায় শুরু করেন। ওই ইজারাদার গরু ১ হাজার থেকে ১৩’শ টাকা পর্যন্ত আদায় করছেন। যা সরকারি হারে গরুপ্রতি ৬০০ টাকা এবং ছাগলপ্রতি ২০০ টাকা নির্ধারিত আছে। জিজ্ঞাসাবাদে ইজারাদার অতিরিক্ত টাকা আদায়ে নিজের পক্ষে যুক্তি দেখালেও কোন কাগজ দেখাতে পারেনি।

স্থানীয় খামারি ও হাট ব্যবসায়ীরা অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে গোপনে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন এবং আদায়ের পর কোনো রশিদ বা প্রমাণপত্রও দেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, সেনাবাহিনী অভিযুক্ত ইজারাদার এম শামসুজ্জামান খোকন কে আটক করে এবং পরে আমি মোবাইল কোর্ট পরিচালনা করি। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে সরকারি ইজারার বাইরে অতিরিক্ত টাকা আদায়ের দায়ে অভিযুক্তকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযোগে ওই ইজারাদারের হাট ইজারা বাতিলের বিষয়ে জেলা প্রশাসন প্রক্রিয়া শুরু করেছে বলে সূত্রে জানা গেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

১ দিন আগে

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।

১ দিন আগে

কোটা-বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল চলছে

হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।

১ দিন আগে

রাঙামা‌টি‌তে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।

২ দিন আগে