গোগা-পুটখালীর ৬ করাতকল বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৫, ১২: ২১
আইনসঙ্গত না হওয়ায় যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ও বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারের ছয়টি করাত কল বন্ধ করে দিয়েছে বিজিবি ও প্রশাসন। ছবি: রাজনীতি ডটকম

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ও বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারের ছয়টি করাতকল বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিবেশ আইনবিরোধী এসব করাতকলের কোনোটিরই বন বিভাগের অনুমোদন ছিল না।

বিজিবি বলছে, করাতকল আইনে সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপনের বিধান নেই। ফলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ করাতকলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে করাতকলগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ ও ফার্নিচার ব্যবসায়ীরা। কাজ হারিয়েছেন করাতকলগুলোতে নিয়োজিত দুই শতাধিক শ্রমজীবী মানুষ। বন্ধ হয়ে গেছে অনেক ফার্নিচারের দোকান, অনেকের কাঠের ব্যবসা।

ভুক্তভোগীদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ না দিয়েই শার্শা উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সীমান্তের বিজিবি গোগা বাজারের চারটি ও পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারের দুটি কাঠ কাটানো করাতকল বন্ধ করে দেয় বিজিবি। এতে গোগা ও পুটখালী এলাকায় কাঠ ও ফার্নিচারের ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। হঠাৎ মিল বন্ধ হওয়ায় বন্ধ হয়ে গেছে বহু দোকান, মাঝপথে থেমে গেছে কাঠের কাজ, বেকার হয়ে পড়েছে অসংখ্য পরিবার।

গোগা বাজারের ফার্নিচার ব্যবসায়ী কবির হোসেন, মুরসালিন ও আলমাস হোসেন গোগা বাজার থেকে বিভিন্ন ধরনের কাঠ কিনে করাত কলে কেটে ফার্নিচার তৈরি করে বিক্রি করেন।

Benapole-Sawmill-02-Photo-19-06-2025

একসময় চুটিয়ে ব্যবসা করলেও এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে করাত কলগুলো। ছবি: রাজনীতি ডটকম

এই ফার্নিচার ব্যবসায়ীরা বলেন, হঠাৎ করে গোগা বাজারের চারটি করাতকল বন্ধ করে দেওয়ায় তাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। গোগা থেকে কাঠ কিনে বেনাপোল, শার্শা, নাভারন বা বাগআঁচড়া বাজারে নিয়ে কাটিয়ে নিয়ে আসতে তাদের যে সময় ও খরচ হবে, তাতে এখনকার দামে ফার্নিচার বিক্রি করলে তাদের ক্ষতির মুখে পড়তে হবে।

গোগা বাজারের ইমন স-মিলের মালিক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের পরিবার ৪০-৫০ বছর ধরে করাতকলে কাঠ কাটানোর ব্যবসা করে আসছে। কোনো আগাম নোটিশ ছাড়াই বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা আমাদের মিল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছি।

জাহাঙ্গীর বলেন, গোগার চারটি স-মিল ও ২৫/৩০টি ফার্নিচারের দোকানের দুই শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। সাধারণ মানুষদের ঘরের দরজা-জানালার কাঠ মিলে পড়ে আছে। অনেক ব্যাপারির কাঠ বিক্রি বন্ধ হয়ে গেছে। সবাই ক্ষতিগ্রস্ত।

করাত কলের মালিক ও ফার্নিচার ব্যবসায়ীরা ফের করাত কলগুলো চালুর দাবি জানিয়েছেন। মিলগুলো চালুর অনুমতি দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

শার্শা উপজেলা বন বিভাগের বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউনুছ আলীর মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

জানতে চাইলে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু বলেন, ২০০২ সালের করাতকল আইনের সংশোধনী ২০১২ অনুযায়ী সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো করাত কল স্থাপন করা যাবে না। সে কারণেই সীমান্তবর্তী এলাকার করাতকলগুলো বন্ধ করে দেওয়া। মূলত বিষয়টি বিজিবির।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ারও একই আইনের কথা তুলে ধরেন। তিনি বলেন, এখানে বিজিবির নিজস্ব কিছু নেই। আইনে অবৈধ হওয়ার কারণেই মিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লিফট বিকল, ভবনের দেয়াল ভেঙে বর উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

১ দিন আগে

হাড়কাঁপানো শীতেও হাওরে বোরো আবাদের কর্মযজ্ঞ

শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়ছেন খেতে। বিস্তীর্ণ হাওরের মাঠজুড়ে চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যা থেকে জমি চাষ—সব কাজই চলছে সন্ধ্যা পর্যন্ত।

১ দিন আগে

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাবের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায় করা টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।

২ দিন আগে

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যসহ আটক ৯

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ মোট নয়জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

২ দিন আগে