জামানত হারানো মুশফিকের কেসিসি মেয়র হতে রিট

খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ মে ২০২৫, ২১: ২০
এস এম মুশফিকুর রহমান মুশফিক। ছবি: সংগৃহীত

২০২৩ সালের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে হয়েছিলেন চতুর্থ, হারিয়েছিলেন জামানতও। তবে নির্বাচনের দুই বছর পর তিনি মেয়র হতে উচ্চ আদালতের দারস্থ হয়েছেন এস এম শফিকুর রহমান মুশফিক।

শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি আদালতে রিট করার কথা জানান।

তিনি বলেন, ২০২৩ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারি সে জন্য তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে মনোনয়ন ফেরত পাই। ২০২৩ সালে নির্বাচনে জয়ী হয়েছিলাম, তবে আমার হারানো হয়েছিল। সুতরাং এ নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই আদালতের স্মরণাপন্ন হই। বিগত সরকারের আমলে কোন বিচার পাইনি। জুলাই বিপ্লবের পর ন্যায় বিচারের আশায় ২০২৩ সালে ১২ জুন জালিয়াতির নির্বাচনের বিরুদ্ধে আদালতের স্মরণাপন্ন হই। এর আগে ২০ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের সচিবের নিকট পত্র দেই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলি। কিন্তু কোন সদুত্তর না পেয়ে আদালতের স্মরণাপন্ন হই। উচ্চ আদালত ৬ মে এক আদেশ দিয়েছেন। সেখানে ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নির্বাচন কমিশনে করা আমার আবেদন আগামী ৪ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ি, ২০২৩ সালের খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত তালকুদার আব্দুল খালেক ৬০.৪১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুল আউয়াল পান ২৩.৪৪ শতাংশ ভোট। এরপর জাতীয় পার্টির (এরশাদ) শফিকুল ইসলাম মধু ৭.০৫ ভোট, এস এম শফিকুর রহমান ৬.৭২ এবং জাকের পার্টির এস এম সাব্বির হোসেন পার ২.৩৮ শতাংশ ভোট। এ নির্বাচনে চতুর্থ স্থান লাভ করে এস এম শফিকুর রহমান জামানত হারান।

এছাড়া ২০১৮ সালের নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান মুশফিক ভোট পেয়েছিলেন মাত্র ১ হাজার ৭২ ভোট। ওই নির্বাচনেও তিনি জামানত হারান।

এই ব্যাপারে তিনি বলেন, আমি নির্বাচিত হলে নগরবাসি হতো মানুষের বাচ্চা। আমার কর্মদক্ষতা এবং ভিশনকে তরুণ সমাজ লুফে নেয় এবং আমি বিজয়ের দ্বারপ্রান্তে চলে যাই। বিষয়টি আচ করতে পেরে ফ্যাসিস্ট সরকার ডিজিটাল কারচুপির মাধ্যমে আমাকে হারিয়ে দেয়। ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখান করি সংবাদ সম্মেলনের মাধ্যমে। ইভিএম মেশিনের পূর্বনির্ধারি কমান্ড অনুযায়ী ফলাফল পাল্টে দেওয়া হয় এবং জনরায় ছিনিয়ে নেয় ফ্যাসিস্ট সরকার।

এছাড়া, হত্যা মামলাসহ এস এম শফিকুর রহমান মুশফিককে নিয়ে খুলনা শহরে নানান সমালোচনা রয়েছে। তিনি নিজেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে আসছে। মিথ্যা মামলার কারণে আমাকে ফেরারী জীবন যাপন করতে হয়েছে। পরবর্তী খুলনার আমতলার টুটুল হত্যা মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেন আদালত। কিন্তু উচ্চ আদালত থেকে আমি ওই মামলায় খালাস প্রাপ্ত হই। আমি ধৈর্য্য হারা না হয়ে মনোবল অটুট রেখেছি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে নিষিদ্ধ বালাইনাশকে ক্ষতিগ্রস্ত ৬৮ শতাংশ মানুষ

নিষিদ্ধ বালাইনাশকের ব্যবহারে রাজশাহীর শতকরা ৬৮ শতাংশ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

৭ ঘণ্টা আগে

রুয়েট শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতায় গুরুত্ব দিতে বললেন বিশেষজ্ঞরা

ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইয়্যুম বলেন, “যোগাযোগ শুধু কথা বলার দক্ষতা নয়, এটি হলো শ্রবণ, উপলব্ধি এবং প্রভাব তৈরির সমন্বয়। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য দক্ষ যোগাযোগ অপরিহার্য। লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে হবে।”

৮ ঘণ্টা আগে

মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িতে হামলা: বিএনপির ২ নেতাকে বহিষ্কার

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন ঘিরে হানাহানি ও সংঘাতের ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরনের হিংসাত্মক ও অশোভন আচরণ

১২ ঘণ্টা আগে

রাউজানে বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। রাউজানে স্থানীয় রাজনীতিতে বিএনপির এই দুই নেতার সমর্থক-অনুসারীদের মধ্যে গত ৫ আগস্ট থেকে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১২ জনের

১ দিন আগে