
কার্ত্তিক দাস, নড়াইল

মিল্টন শিকদারের বাড়ি নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন প্রকৌশল বিভাগে লেখাপড়া করেছেন তিনি। দেশে ছাড়াও বিদেশে চাকরির অফার ফিরিয়ে দিয়ে বাড়ির পাশে গড়ে তুলেছেন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গরুর খামার। প্রকৌশলী থেকে হয়েছেন সফল উদ্যোক্তা ।
সরেজমিনে দেখা গেছে, সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে খামার গড়ে তোলা হয়েছে। খামারে প্রায় ২০০ দেশি জাতের গরু রয়েছে। এ জন্য বিশাল লম্বা টিন শেডের ঘর তৈরি করা হয়েছে । ঘরের পোতা পাকাকরণ থেকে শুরু করে গরু সেবাযত্নের যত রকমের সুযোগসুবিধা সবই রয়েছে এই খামারে। খামারসংলগ্ন জমিতে লাগানো হয়েছে জারা ঘাস।
মিল্টন শিকদারের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পাট চুকিয়ে নিজে কিছু একটা করার ইচ্ছা জাগে তার মনে । ২০১৯ সালে গড়ে তোলেন গরুর খামার। প্রকৌশলী জ্ঞান কাজে লাগিয়ে প্রাকৃতিক পরিবেশে চাষাবাদ করে কৃষি পরিবর্তনই তার লক্ষ্য। যে কারণে নিজের জমিতে গরু লালনপালনের জন্য তৈরি করেন টিন শেড ঘর। ২০০ গরু এই খামারে রয়েছে। ধান, গম, ভুট্টা, সরিষার খৈল, চিটাগুড়সহ সম্পূর্ণ দেশীয় পদ্ধতি ও প্রাকৃতিক পরিবেশে গো-খাদ্য তৈরি করা হয়। সঙ্গে রয়েছে নিজের জমিতে চাষ করা জারা ঘাষ।
তিনি বলেন, জৈব খাবারে তৈরি এই খামারের গরুর চাহিদা সর্বত্র রয়েছে। শুধু নিজে নন। বেতনভুক্ত ১২ জন কৃষক সার্বক্ষণিক গরু দেখভালের দায়িত্বে রয়েছে। খামারেই রয়েছে বিশালাকৃতির কালো রংয়ের শাহীওয়াল ফ্রিজিওয়ানা ক্রস ব্লাক ডাংমন্ড নামে একটি ষাড় । যার ওজন এক হাজার ৪০০ কেজি। প্রতিদিন এই গরু দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি পেশার মানুষ এখানে আসেন। খামারে ৩ মণ থেকে শুরু করে নানা ওজনের গরু বিক্রয় করা হয়ে থাকে। প্রতি কেজি গোশত ৫৫০ টাকা দরে বিক্রয় করা হয়। ইচ্ছা করলে ৫০ হাজার টাকা থেকে কোরবানির সব দেশি গরু এখানে কিনতে পাওয়া যাবে।
ইসমাইল মোল্যা নামে এক প্রবাসী মাদারীপুর জেলা শহর থেকে গরু কিনতে এখানে এসেছেন । তিনি বলেন, এই খামারের গরু দেখে বেশ ভালো লাগলো। খামার দেখে মনে হচ্ছে এখানে গরুর হাট বসেছে।
তিনি বলেন, দুই লাখ ৫০ হাজার টাকা দামের একটি গরু কিনে ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি। আমার গরু দেখে এলাকা থেকে আরো কয়েকজন গরু কিনতে এখানে এসেছেন ।

মিল্টন শিকদারের বাড়ি নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন প্রকৌশল বিভাগে লেখাপড়া করেছেন তিনি। দেশে ছাড়াও বিদেশে চাকরির অফার ফিরিয়ে দিয়ে বাড়ির পাশে গড়ে তুলেছেন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গরুর খামার। প্রকৌশলী থেকে হয়েছেন সফল উদ্যোক্তা ।
সরেজমিনে দেখা গেছে, সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে খামার গড়ে তোলা হয়েছে। খামারে প্রায় ২০০ দেশি জাতের গরু রয়েছে। এ জন্য বিশাল লম্বা টিন শেডের ঘর তৈরি করা হয়েছে । ঘরের পোতা পাকাকরণ থেকে শুরু করে গরু সেবাযত্নের যত রকমের সুযোগসুবিধা সবই রয়েছে এই খামারে। খামারসংলগ্ন জমিতে লাগানো হয়েছে জারা ঘাস।
মিল্টন শিকদারের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পাট চুকিয়ে নিজে কিছু একটা করার ইচ্ছা জাগে তার মনে । ২০১৯ সালে গড়ে তোলেন গরুর খামার। প্রকৌশলী জ্ঞান কাজে লাগিয়ে প্রাকৃতিক পরিবেশে চাষাবাদ করে কৃষি পরিবর্তনই তার লক্ষ্য। যে কারণে নিজের জমিতে গরু লালনপালনের জন্য তৈরি করেন টিন শেড ঘর। ২০০ গরু এই খামারে রয়েছে। ধান, গম, ভুট্টা, সরিষার খৈল, চিটাগুড়সহ সম্পূর্ণ দেশীয় পদ্ধতি ও প্রাকৃতিক পরিবেশে গো-খাদ্য তৈরি করা হয়। সঙ্গে রয়েছে নিজের জমিতে চাষ করা জারা ঘাষ।
তিনি বলেন, জৈব খাবারে তৈরি এই খামারের গরুর চাহিদা সর্বত্র রয়েছে। শুধু নিজে নন। বেতনভুক্ত ১২ জন কৃষক সার্বক্ষণিক গরু দেখভালের দায়িত্বে রয়েছে। খামারেই রয়েছে বিশালাকৃতির কালো রংয়ের শাহীওয়াল ফ্রিজিওয়ানা ক্রস ব্লাক ডাংমন্ড নামে একটি ষাড় । যার ওজন এক হাজার ৪০০ কেজি। প্রতিদিন এই গরু দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি পেশার মানুষ এখানে আসেন। খামারে ৩ মণ থেকে শুরু করে নানা ওজনের গরু বিক্রয় করা হয়ে থাকে। প্রতি কেজি গোশত ৫৫০ টাকা দরে বিক্রয় করা হয়। ইচ্ছা করলে ৫০ হাজার টাকা থেকে কোরবানির সব দেশি গরু এখানে কিনতে পাওয়া যাবে।
ইসমাইল মোল্যা নামে এক প্রবাসী মাদারীপুর জেলা শহর থেকে গরু কিনতে এখানে এসেছেন । তিনি বলেন, এই খামারের গরু দেখে বেশ ভালো লাগলো। খামার দেখে মনে হচ্ছে এখানে গরুর হাট বসেছে।
তিনি বলেন, দুই লাখ ৫০ হাজার টাকা দামের একটি গরু কিনে ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি। আমার গরু দেখে এলাকা থেকে আরো কয়েকজন গরু কিনতে এখানে এসেছেন ।

কক্সবাজারের টেকনাফের জাদিমোরা (ক্যাম্প-২৬) রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নুর কামাল (২৫) নামের একজন নিহত হয়েছেন।
১ দিন আগে
কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।
২ দিন আগে
শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়ছেন খেতে। বিস্তীর্ণ হাওরের মাঠজুড়ে চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যা থেকে জমি চাষ—সব কাজই চলছে সন্ধ্যা পর্যন্ত।
২ দিন আগে
স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাবের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায় করা টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।
২ দিন আগে