নড়াইল প্রতিনিধি
নড়াইল শহরের রূপগঞ্চ বাজারে সড়কের ফুটপাথে হঠাৎ গড়ে ওঠা বঙ্গবন্ধু হকার্স মার্কেট গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান পরিচালনায় সেনাবাহিনী, পুলিশ, ফায়ারব্রিগেট, বিদুৎবিভাগ ও সড়ক বিভাগের অংশগ্রহণ ছিল।
বুধবার (১৪ মে) সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার দেবাশীষ অধিকারী। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মার্কেট উচ্ছেদের মাইকিং করা হয়। ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর সড়কের নড়াইল শহরাংশের ৪ লেন সড়ক বাস্তবায়নে ইতোপূর্বে সড়কের জায়গায় গড়ে তোলা বঙ্গবন্ধু হকার্স মার্কেট অপসারণ করা হয়। সড়কের কাজ শেষ না হতেই ফুটপাতজুড়ে ৪০টির ও অধিক দোকান গড়ে ওঠে। গতকাল মঙ্গলবার রাতে মার্কেট উচ্ছেদে শহরে মাইকিং করা হলেও আমলে নেয়নি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। দখলদাররা প্রশাসনের সঙ্গে অনেক দেন দরবার করেও মার্কেট শেষ রক্ষা করতে পারেনি।
জানা গেছে, মার্কেট উচ্ছেদ অভিযান রোধ করতে মার্কেটের ব্যবসায়ী সমিতি গত ২৪ এপ্রিল মানববন্ধনসহ সাংবাদিক সম্মেলন করে। তখন জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনায় স্মারকলিপি দেওয়া হয়। সমিতির নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও শেষ রক্ষা করতে পারেনি উচ্ছেদ অভিযান। বুধবার সকাল ৯টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে দুপুর ১২টার মধ্যে সম্পন্ন করা হয়।
সমিতির সভাপতি মাসুম জমাদ্দার বলেন, আর কয়েকদিন পর ঈদ। ঈদের আগে এমন ক্ষতির সম্মুখিন হতে হলো ব্যবসায়ীদের। হকার্স মার্কেট গড়ে তোলার ইতিহাস তুলে ধরে বলেন, এখানে বড় বড় গর্ত ছিল, বন জঙ্গলে ভরা ছিল। সন্ধ্যার পর এখানে শিয়াল ডাকতো। ভয়ে এখানে কেউ আসতে চাইতো না। আমরা ব্যবসায়ীরা সেগুলো পরিষ্কার এবং গর্ত ভরাট করে এখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।
হকার্স মার্কেট সূত্রে জানা গেছে, বিগত পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাসের অনুমতি নিয়ে এখানে হকার্স মার্কেট গড়ে তোলা হয়। প্রায় ৪০ জন অসহায় মানুষ ধার দেনা এবং লোন নিয়ে এখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তারা এখানে ব্যাবসা চালিয়ে আসছেন।
নড়াইল শহরের রূপগঞ্চ বাজারে সড়কের ফুটপাথে হঠাৎ গড়ে ওঠা বঙ্গবন্ধু হকার্স মার্কেট গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান পরিচালনায় সেনাবাহিনী, পুলিশ, ফায়ারব্রিগেট, বিদুৎবিভাগ ও সড়ক বিভাগের অংশগ্রহণ ছিল।
বুধবার (১৪ মে) সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার দেবাশীষ অধিকারী। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মার্কেট উচ্ছেদের মাইকিং করা হয়। ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর সড়কের নড়াইল শহরাংশের ৪ লেন সড়ক বাস্তবায়নে ইতোপূর্বে সড়কের জায়গায় গড়ে তোলা বঙ্গবন্ধু হকার্স মার্কেট অপসারণ করা হয়। সড়কের কাজ শেষ না হতেই ফুটপাতজুড়ে ৪০টির ও অধিক দোকান গড়ে ওঠে। গতকাল মঙ্গলবার রাতে মার্কেট উচ্ছেদে শহরে মাইকিং করা হলেও আমলে নেয়নি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। দখলদাররা প্রশাসনের সঙ্গে অনেক দেন দরবার করেও মার্কেট শেষ রক্ষা করতে পারেনি।
জানা গেছে, মার্কেট উচ্ছেদ অভিযান রোধ করতে মার্কেটের ব্যবসায়ী সমিতি গত ২৪ এপ্রিল মানববন্ধনসহ সাংবাদিক সম্মেলন করে। তখন জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনায় স্মারকলিপি দেওয়া হয়। সমিতির নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও শেষ রক্ষা করতে পারেনি উচ্ছেদ অভিযান। বুধবার সকাল ৯টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে দুপুর ১২টার মধ্যে সম্পন্ন করা হয়।
সমিতির সভাপতি মাসুম জমাদ্দার বলেন, আর কয়েকদিন পর ঈদ। ঈদের আগে এমন ক্ষতির সম্মুখিন হতে হলো ব্যবসায়ীদের। হকার্স মার্কেট গড়ে তোলার ইতিহাস তুলে ধরে বলেন, এখানে বড় বড় গর্ত ছিল, বন জঙ্গলে ভরা ছিল। সন্ধ্যার পর এখানে শিয়াল ডাকতো। ভয়ে এখানে কেউ আসতে চাইতো না। আমরা ব্যবসায়ীরা সেগুলো পরিষ্কার এবং গর্ত ভরাট করে এখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।
হকার্স মার্কেট সূত্রে জানা গেছে, বিগত পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাসের অনুমতি নিয়ে এখানে হকার্স মার্কেট গড়ে তোলা হয়। প্রায় ৪০ জন অসহায় মানুষ ধার দেনা এবং লোন নিয়ে এখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তারা এখানে ব্যাবসা চালিয়ে আসছেন।
রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সরকারের কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে প্রায় চার ঘণ্টা পর বিকেল পৌনে ৪টায় তারা অবরোধ প্রত্যাহার করেন।
৭ ঘণ্টা আগেউদ্বোধনী অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক বলেন, ‘পূবালী ব্যাংক দেশের বিভিন্ন কারাগারে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। রাজশাহীতেও ৩ হাজার গাছ রোপণ করা হলো। এর মধ্যে ফলজ, বনজ ও ওষুধি গাছ রয়েছে। বন্দিরা যেমন এর ছায়ায় স্বস্তি পাবে, তেমনি ফল ও অন্যান্য সুবিধাও ভোগ করতে পারবে। সামগ্রিকভাবে এ উদ্যোগ
১১ ঘণ্টা আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রারসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবে স্থানীয় লোকজন কথা শুনতে চাননি। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে প্রশাসনের সব
১২ ঘণ্টা আগেকয়েকজন শিক্ষার্থী জানান, রাতের ঘটনার প্রতিবাদে সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন করছে। বেলা ১২টার দিকে দুই নম্বর গেট এলাকায় আন্দোলনের জেরে ফের সংঘর্ষ শুরু হয়। এরপর ঘটনাস্থলে উপ-উপাচার্য, প্রক্টর-সহ অনেক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ফাঁকা গুলি ছোড়ে
১৩ ঘণ্টা আগে