মারা গেছে শিশু সাজিদ

রাজশাহী ব্যুরো
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ২৩: ০১

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের পর মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে দীর্ঘ টানা উদ্ধার অভিযানের পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, “নিখোঁজ হওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট অভিযান শুরু করে। আমরা নিরবচ্ছিন্নভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। দুঃখজনকভাবে শিশুটিকে আর জীবিত ফেরানো সম্ভব হয়নি।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বুধবার দুপুর ১টার দিকে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানতাবশত কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। গর্তটির মুখ খড় দিয়ে ঢেকে রাখা থাকায় বিপদের সম্ভাবনা আঁচ করতে পারেননি মা কিংবা শিশুটি।

স্থানীয়দের মতে, বছরখানেক আগে জমিতে সেচ দেওয়ার জন্য নলকূপটি খনন করা হলেও পানি না ওঠায় মালিক মাটি দিয়ে ঢেকে রাখেন। সাম্প্রতিক বৃষ্টিতে সেই ঢাকনা ভেঙে গর্তটি আবারও উন্মুক্ত হয়ে যায়।

মায়ের আর্তচিৎকারে স্থানীয়রা প্রথমে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ ৩২ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার রাতে সাজিদকে উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

২৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি শিশু সাজিদের খোঁজ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের সরু গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৪৫ ফুট পর্যন্ত খুঁড়েও উদ্ধার করা যায়নি। টানা ২৮ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

১ দিন আগে

শিশুটিকে না পাওয়া পর্যন্ত কাজ করতেই থাকব: ফায়ার সার্ভিসের পরিচালক

উদ্ধার অভিযান চলবে কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, অভিযান চলবে। যদি মাটির ১০০ ফুট নিচেও থাকে, এভাবেই খনন করতে হবে। আমি না পাওয়া পর্যন্ত কাজ করতেই থাকব। আমাদের ক্যাপাসিটি কত সেটি বিষয় না।”

১ দিন আগে

ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসককে পুনর্বহাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ শোকজের সন্তোষজনক জবাব দেওয়ায় তাঁকে ক্ষমা করে পূর্বের পদে বহাল করা হয়েছে।

১ দিন আগে

মিরসরাইয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্ধে বিএনপির একই গ্রুপের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে তাহমিদ নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ চমেক হাসপাতালে রয়েছে।

১ দিন আগে