থানায় ঝুলছিল পুলিশ হেফাজতে থাকা নারীর মরদেহ

কুমিল্লা প্রতিনিধি
ছবি: সংগৃহীত

কুমিল্লায় হোমনা থানা পুলিশ হেফাজতে থাকা ববিতা নামের এক নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার হোমনা থানার নারী ও শিশু সহায়তা ডেস্কের একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, কক্ষে নিহত ববিতার সঙ্গে আরও একজন নারী আসামি এবং একজন নারী গ্রাম পুলিশ ছিলেন। ভোরের দিকে স্টাফরুমে যাওয়ার সুযোগে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সকালে ববিতার মরদেহ পাওয়ার বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশ ওই নারীকে নিয়মিত একটি মামলায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আজ তাকে আদালতে সোপর্দ করার কথা ছিল।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্শেদুল ইসলাম চৌধুরী জানান, বুধবার সকালে ববিতা তার সতীনের ১১ বছর বয়সী ছেলে সায়মনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। ছুরিকাঘাতে শিশুটির নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ববিতাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত সায়মনের চাচা স্বপন মিয়া হোমনা থানায় মামলা করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ করার দাবি পরিবারের

তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, ততক্ষণ আমরা থামব না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাবে না। কারণ আমরা যে হাদিকে হারিয়েছি, সেই হাদির আর ৫৫ বছরে জন্ম হবে না।

১৪ ঘণ্টা আগে

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ কার্যালয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনকে বলা হয়েছে সেখান থেকে ধ্বসংস্তূপ সরিয়ে নিতে।

১৮ ঘণ্টা আগে

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ, নওফেলের বাড়িতে আগুন

রাত সাড়ে ১০টার দিকে খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে ২০-৩০ জন জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। আগে থেকেই সেখানে পুলিশের নিরাপত্তা বেষ্টনী থাকায় বিক্ষোভকারীরা হাইকমিশনের মূল ফটকের অদূরে ঝাউতলা সড়কের মুখে অবস্থান নেন। রাত ১১টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় বিক্ষুব্ধ লোকজন জড়ো হয়ে স্ল

১ দিন আগে

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার পর গাছে বেঁধে আগুন

ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া বিবিসি বাংলাকে বলেন, নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। তারপর মরদেহে আগুন দিয়েছে।

১ দিন আগে