শ্রীনগরে আলুর মণ কেনাবেচা হচ্ছে ১০৫০-১০৭৫ টাকা

খান সুজন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে কৃষকের আলুর মণ ১০৭৫ টাকায় কেনাবেচা হচ্ছে। সেই হিসেবে প্রান্তিক কৃষকের উৎপাদিত প্রতি কেজি আলুর মূল্য পড়ছে প্রায় ২৭ টাকা। এই অঞ্চলে যদিও পুরোদমে আলু উত্তোলন শুরু না হলেও ঝড়-বৃষ্টির আশঙ্কায় আলু উঠানো শুরু করেছেন তারা। তবে কৃষি শ্রমিক অভাবে কৃষকরা জমিতে প্রয়োজনীয় জনবল পাচ্ছেন না। জমিতে আলু উত্তোলনের পর পরই ক্ষেত থেকে আলু পরিমাপ করার পর বেপারীরা নিয়ে যাচ্ছেন।

গত ৫-৭ দিন পুর্বে প্রকার ভেদে স্থানীয় কৃষকের আলুর মণ বিকিকিনি হচ্ছে ১০৫০ থেকে ১০৭৫ টাকা দরে। তবে আলুর বাজার সামনে আরো বাড়তে পারে এমন চিন্তা-ভাবনা থেকে অনেকেই এখনই আলু বিক্রি করতে চাইছেন না। স্থানীয়রা জানান, এ বছর আবাদি জমিতে লেট ব্লাইট রোগের আক্রামণে আলু গাছে পচন ধরে। আক্রান্ত

ক্ষেতগুলোতে সবুজ গাছ মরে যাওয়ার ফলে আলুর ফলন অর্ধেকে নেমে এসেছে। তবে বর্তমান আলুর পাইকারী দরের ধারাবাহিকতা বজায় থাকলে ক্ষতিগ্রস্ত কৃষক কিছুটা লাভবান হবেন। তারা বলেছেন, এর আগে মৌসুমের প্রথম দিকে টানা বৃষ্টিতে বীজ বপণকৃত জমি নষ্ট হলে অতিরিক্ত অর্থ ব্যয়ে পুনরায় আলু চাষ করতে হয়েছে ক্ষতিগ্রস্তদের। নানা প্রতিকূলতার মাঝে আলু চাষে স্বপ্ন ভঙ্গের দিকে যাচ্ছিল। তবে গত কয়েকদিনের ব্যবধানে আলুর পাইকারী বাজার মূল্য উর্ধ্বগতিতে আশার আলো দেখা দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ সপ্তাহ আগেও স্থানীয় বেপারীরা কৃষকের আলুর মণ ৮০০-৮৫০ টাকা করে হাকাচ্ছিল। এতে ক্ষতিগ্রস্ত আলু চাষীরা দুশ্চিন্তায় পড়েন। খোলা বাজারে আলুর কেজি এখনও ৩৫-৪০ টাকা বিক্রি হচ্ছে। অথচ কয়েকদিন আগেও কৃষকের উৎপাদিত আলু কেজি পাইকারীভাবে বিক্রি করতে হয়েছে সর্বোচ্চ ২০ টাকা দরে। আলু আবাদের প্রথম দিকে ঝূর্ণিঝড় মিকজাউম ও টানা বৃষ্টিতে প্রায় সাড়ে ৬০০ হেক্টর আলুর জমি নষ্ট হয়। আবার মৌসুমের মাঝামাঝি দিকে আলু ক্ষেতে ফোসকা রোগের আক্রমণে দিশেহারা হয়ে উঠেন। সব মিলিয়ে আলু চাষে বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় স্থানীয় আলু চাষীদের মাঝে।

উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে বীরতারা, তন্তর, আটপাড়া, কুকুটিয়া, ষোলঘর ইউনিয়নের খৈয়াগাঁও ও পুর্ব দেউলভোগ চকে ব্যাপক আলুর চাষাবাদ হচ্ছে। নানান প্রতিকূলতার মাঝে উপজেলাব্যাপী প্রতি কানিতে (১৪০ শতাংশ) গড়ে ২৫০-৩০০ মণ আলু উৎপাদণের টার্গেট করা হচ্ছে। ঝাপুটিয়া এলাকার শহিদুল নামে এক কৃষক বলেন, ২ বিঘা জমি ফোসকা রোগে আক্রমণে আলুর ফলন

অর্ধেক হয়েছে।

বিবন্দীর আলম হোসেন বলেন, তার ১ কানি (১৪০ শতাংশ) আলু ক্ষেতে লেট বøাইট রোগে আক্রমণে গাছ লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষেতে আলু গাছ সব মরে গেছে এতে দ্রুত আলু উঠানোর পরিকল্পনা করছি। এর মধ্যে ১২ গন্ড একটি জমিতে আলু পেয়েছি মাত্র ৭৭ বস্তা। ধারনা করছি বাকি জমিতেও আলুর ফলন অর্ধেক হবে। প্রতি কানি জমিতে আলু চাষে তার ব্যয় হয়েছে প্রায় পৌণে ৩ লাখ টাকা।

রুসদীর ফারুক নামে একজন বলেন, আগামী আগামী মাসের প্রথম দিকে ক্ষেতের আলু উত্তোলন শুরু করবো। প্রায় ৬ কানি জমিতে আলু চাষ করেছি। পাইকারের কাছে আগ্রীম আলু বিক্রি করা হয়েছে। ১০৭৫ টাকা দরে ক্ষেত আলু মেপে দেওয়া হবে। আরিফ হামজা নামে এক আলুর বেপারী বলেন, গত কয়েকদিন যাবত ১০৫০-১০৭৫ টাকা দরে আলুর মণ কেনা হয়েছে। লাল রংয়ের ডায়মন্ড জাতের আলু চাহিদা বেশি।

উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ জানান, আলু গাছের পচন দমনরোধে সবাইকে একযোগে একই মাঠে গাছ ভিজিয়ে স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে আক্রান্ত জমিতে একেবারে গাছ মরে যাওয়ার পরিমাণ কমেছে। সাইক্সা, সিকিউর, এক্সাট্রামিন এবং প্রয়োজনে সাপেক্ষে অটেনস্টিন কীটনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয় স্থানীয়দের।

তিনি জানান, এ বছর উপজেলায় ১৯০০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। আলুর উৎপাদণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫৭ হাজার টন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ গ্রেপ্তার

ওসি মোঃ শিবিরুল ইসলাম বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বারহাট্টা উপজেলা শহরের মডেল মোড় এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

ময়মনসিংহ-৯: বিডিপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আশিকিন আলম রাজন।

৬ ঘণ্টা আগে

রাজধানীতে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, সেনা মোতায়েন

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।

৮ ঘণ্টা আগে

বীরপ্রতীক রত্তন আলীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি

ছোট মেয়ে ইমু অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তির পর তার বাবার জন্য একটি কেবিনের ব্যবস্থা করা হয়। কিন্তু সকাল ছাড়া সেখানে চিকিৎসকদের দেখা মেলে না। দায়িত্বরত চিকিৎসকরা সেবা না দিয়ে তাকে ওয়ার্ডে স্থানান্তর বা বেসরকারি হাসপাতালে ভর্তি হতে বলেন। সব মিলিয়ে নামমাত্র সেবা দেওয়ার অভিযোগ করেন তিনি।

৮ ঘণ্টা আগে