সরকারি বরাদ্দের অর্ধেক রাখে এমপিরা: রুমিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৯: ৩৪
সোমবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে মতবিনিময় সভায় অংশ নেন রুমিন ফারহানা। ছবি: রুমিন ফারহানার ফেসবুক থেকে

সংসদ সদস্যদের (এমপি) দুর্নীতি ও সরকারি বরাদ্দ আত্মসাতের কঠোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার অভিযোগ, সরকারি বরাদ্দের টাকার অর্ধেকই তারা আত্মসাৎ করে ফেলেন।

রুমিন বলেন, এমপি সাহেবরা সরকারি বরাদ্দের ৫০ ভাগ নিজেরা রাখেন। তাদের সহযোগীরা নেন ২৫ ভাগ, ঠিকাদারদের পকেটে যায় ২০ ভাগ। সবকিছুর পর মাত্র ৫ ভাগ টাকা কাজে লাগে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা আরও বলেন, এমপি চুরি না করলে সরকারি হোক বা বেসরকারি— কাজে অসুবিধা হয় না। সরকারি ও স্বতন্ত্র এমপির বরাদ্দ সমান। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করবে।

পানিশ্বর এলাকার ভৌগোলিক-রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করে স্বতন্ত্র এই প্রার্থী বলেন, পানিশ্বরের জোয়ার সরাইল-আশুগঞ্জে ছড়ায়। পানিশ্বরের জনগণ যে প্রার্থীকে ভোট দেয়, সেই এমপি হয়। আমি এখানে সফল হব। আমার বাবাকে যেমন জিতিয়েছেন, আমাকেও জেতাবেন।

এলাকার প্রবাসী সম্প্রদায়ের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা দেশের ও গ্রামের অর্থনীতির চাকা চালায়। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এমপিদের দায়িত্ব।

ব্যক্তিগত প্রসঙ্গে রুমিন ফারহানা যোগ করেন, আমার পরিবারের কেউ দেশে নেই, আত্মীয়রা বিদেশে। তাই আমার পিছুটান নেই, কেউ লাইনে দাঁড়াবে না ফল নেওয়ার জন্য। নির্বাচন যে করছি, বিদেশের আত্মীয়-স্বজনরা উলটো আমাকে সহযোগিতা করছেন। তারা এ দেশে আসবেন না জয়ী হওয়ার পর ফল নেওয়ার জন্য। সেই ফল কিন্তু আমার এলাকার জনগণ পাবে।

রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। তবে নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে এ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

দীর্ঘ দিন ধরে এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রুমিন ফারহানা কাজ করে যাচ্ছিলেন। দলের মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। এর জন্য দল থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে।

রুমিন ফারহানা বলেন, ইনশাল্লাহ আগামী ২২ তারিখ প্রতীক জেনে যাবেন। হাঁস মার্কাই আমার লক্ষ্য। আমরা চেষ্টা থাকবে যেন হাঁস মার্কাতেই নির্বাচন করতে পারি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

আহত যুবক হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে। ঘটনার পর সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে নাফ নদীতে মাছ ধরাও বন্ধ রয়েছে।

৬ ঘণ্টা আগে

'গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য'

গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

৭ ঘণ্টা আগে

অস্ত্রোপচারের পরও গুলি রয়ে গেছে শিশু হুজাইফার মস্তিষ্কে

হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে বলেন, ‘ভোর চারটা পর্যন্ত অস্ত্রোপচার করা হয়েছে। তবে গুলিটি বের করা হয়নি। সেটি মস্তিষ্কে; বের করা হলে ঝুঁকি আছে। তবে মস্তিষ্কের চাপ কমানো হয়েছে।’

৮ ঘণ্টা আগে

ফসলি জমিতে খাল খনন, প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

বিলপাড় গ্রামের ১০ থেকে ১৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি কোনো প্রকল্প নেওয়া না হলেও ফসলি জমিতে ব্যক্তি উদ্যোগে খাল খনন করা হচ্ছে। এতে ফসলি জমি নষ্ট হওয়ার পাশপাশি উৎপাদিত ফসল ঘরে তুলতেও কৃষকদের সমস্যা হবে। খাল খনন হলে দ্বিখণ্ডিত হবে কৃষকদের জমিজমা। যাতায়াতে সমস্যা হবে। খালের কারণে চাষের লা

২০ ঘণ্টা আগে