৬ দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
শনিবার রাতে সংবাদ সম্মেলন করে কোটালীপাড়া সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা পদত্যাগ করেন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে ‘জামায়াতে ইসলামীর হিন্দু শাখা’র সভাপতিসহ ৯ নেতা পদত্যাগ করেছেন। এক সংবাদ সম্মেলনে ‘পারিবারিক ও সামাজিক কারণ’ দেখিয়ে কমিটি গঠনের এক সপ্তাহ পূরণ না হতেই তারা সরে দাঁড়ান কমিটি থেকে।

পদত্যাগ করা নেতারা হলেন— সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে হিন্দু শাখার সভাপতি মনোজ মল্লিক, সহসভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার এবং সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

গত ১ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী পূর্বপাড় মৎস্য আড়তে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। ৬ দিনের মাথায় শনিবার (৬ ডিসেম্বর) কমিটির ৯ সদস্য পদত্যাগের ঘোষণা দিলেন।

সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিপ্লব মল্লিক বলেন, ‘শনিবার থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯ জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।’

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ গণমাধ্যমকে বলেন, কিছুদিন আগে কমিটি হয়েছিল। তারা পদত্যাগ করেছেন কি না, তা আমার জানা নেই।

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পথ থেকে মো. এহিয়া শেখও পদত্যাগ করেছেন। শনিবার রাতে গোপালগঞ্জ লঞ্চঘাটের একটি বাসায় সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘আজ থেকে আওয়ামী লীগের কোনো পদে বা কোনো কার্যক্রমে আমার সম্পৃক্ততা থাকবে না।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে এনসিপির কমিটি ঘিরে বিশৃঙ্খলায় বৈষম্যবিরোধীর পাঁচ নেতাকে শোকজ

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটিকে ঘিরে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

১ দিন আগে

শিক্ষাভবন অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষাভবন মোড় অবরোধ করেছেন ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১টার দিকে তারা শিক্ষাভবন মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।

১ দিন আগে

‎বিটিআরসির সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রক্রিয়ার সংস্কার, বাজারে একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং সবার জন্য মোবাইল ফোন আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনের সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

১ দিন আগে

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

১ দিন আগে