গাজীপুরে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ মোড়লপাড়া এলাকায় পাড় ভেঙে পুকুরের পানিতে ডুবে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকালে কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া এলাকায় কাইয়ুম মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে।

মৃতরাহলো- কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া এলাকার মো. কাইয়ুম মিয়ার ছেলে নাসির (১০) ও মধ্যপাড়া এলাকার কালু মিয়ার ছেলে জাহিদ (১০)। তারা দুইজন স্থানীয় দারুল উলুম মাদরাসার শিক্ষার্থী।

মৃতের স্বজন ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে যায় জাহিদ। নাসিরের বাড়ির পাশে নতুন একটি পুকুরের পাড়ে বসে তারা খেলাধুলা করছিল। এ সময় পুকুরের পাড় ভেঙে নাসির ও জাহিদ পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে নাসিরের মা ওই পুকুরে জুতা ভাসতে দেখে। পরে পুকুর থেকে নাসির ও জাহিদকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষা করে নাসির ও জাহিদকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৪

আহতদের মধ্যে গুরুতর আহত আব্দুল মজিদ, শুভ হাসান ও তানিমের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অন্যদের জামালগঞ্জ ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোছা আলী, ইমার হোসেন, নূর আলম ও শাখাওয়াত হোসেন তবারক নামের চারজনকে আটক করেছে পুলিশ।

১ দিন আগে

নাগরিক শোকসভায় স্মরণ যতীন সরকারকে

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা পাবলিক হলে নাগরিক শোকসভা আয়োজক কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ও সদস্য মো. আল

১ দিন আগে

নেত্রকোনায় ৬ বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ওই নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।

১ দিন আগে

মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় আহত ৫ পুলিশ সদস্য

১ দিন আগে