১৭ বছর পর গোপালগঞ্জে হলো বিএনপির কার্যালয়

গোপালগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে এ জেলায় তিনটি অফিস উদ্বোধন হলো। রোববার (২২ ডিসেম্বর) বিকেল জেলা শহরের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

সেলিমুজ্জামান সেলিম বলেন, গোপালগঞ্জে ৫ আগস্টের পর অনেক হাইব্রিড নেতাকে দেখা যাচ্ছে। তারা দুঃসময়ে রাজপথে ছিলেন না। এখন সুসময়ে তাদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারা ব্যক্তিগত অফিস খুলে জেলা কার্যালয় দাবি করছেন। সবার উদ্দেশে বলবো আজকে যেই অফিস আমরা উদ্বোধন করছি এটিই জেলা কার্যালয়। এখান থেকে জেলা বিএনপির সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, আজকে যে কার্যালয় উদ্বোধন হলো এটিই জেলা কার্যালয়। এখান থেকেই সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে কীভাবে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি লেলিন সিকদার, জেলা জজ কোর্ট পিপি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবুল খায়ের, জেলা যুবদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদারসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফুলবাড়িয়ায় বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মর্মান্তিক মৃত্যু

৭ ঘণ্টা আগে

প্রার্থী পরিবর্তনের দাবিতে টায়ার জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতার শরীরে আগুন

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী-৩ আসনে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিল করে নাসির হোসেন অস্থিরকে প্রার্থী করার দাবিতে ওই বিক্ষোভ আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালে টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুল ইসলামের শরীরে আগুন ধরে যায়। এ সময় তিনি আগুনে দগ্ধ অবস্থায় দৌড়াতে থাকেন।

১৯ ঘণ্টা আগে

নান্দাইলের তারেরঘাটে আ.লীগের ঝটিকা মিছিল

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের কয়েক শ নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে উপজেলার মুশুলি ইউনিয়নের তারেরঘাট বাজারে হাজির হন। বাজারের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মিছিল করে সরকারবিরোধী স্লোগান দেন তারা।

২১ ঘণ্টা আগে

ইলিশের অস্তিত্ব ও উপকূলীয় এলাকার পরিবেশ রক্ষায় গণশুনানি

গণশুনানির বিচারক প্যানেলে ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খেপুপাড়া নদী উপকেন্দ্রের প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল হক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক অসীম আবরার, বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সদস্য শুভঙ্

২১ ঘণ্টা আগে