গোপালগঞ্জের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, এ মৌসুমে সর্বনিম্ন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩: ১৭
ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, বাতাসের আর্দ্রতা রয়েছে ৯৭ শতাংশ। দুপুরের পর সূর্যের দেখা মিলতে পারে এবং এমন আবহাওয়া জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তীব্র শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা। প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশার কারণে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। এতে বোরো ধান রোপণসহ কৃষিকাজে ব্যাঘাত ঘটছে।

অন্যদিকে, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। জীবিকার তাগিদে অনেকেই বাধ্য হয়ে ঠান্ডা উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।

এদিকে, ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। চালকরা জানান, সামনে কিছুই স্পষ্ট না দেখা যাওয়ায় ধীরগতিতে এবং চরম ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি নেতার ঘরে আগুন, আয়েশার পর প্রাণ গেল বড় বোন স্মৃতিরও

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে দগ্ধ হওয়া বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই অপরাধীদের শনাক্ত করতে তৎপরতা শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

নিজ বাড়ির সামনে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

নিহত সিফাতের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার জানান, তার ছেলে মো. রেজওয়ান আমিন সিফাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার গণসংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়। এ সময় বাড়ির সামনের সড়কে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সিফাতের চাচাতো ভাই হাসিব

২ দিন আগে

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বখতিয়ার কচি আরও বলেন, আমরা আশা করছি, শুধু বিএনপি নয়, দিনাজপুরে দলমত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচারে ভোট গ্রহণ পর্যন্ত সঙ্গে থাকবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে খালেদা জিয়া সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবেন।

২ দিন আগে

‘দিপু হত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

দেশের বর্তমান পরিস্থিতি ও নাগরিক অধিকারের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে অধ্যাপক আবরার বলেন,"ধর্ম, জাতিসত্তা বা পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মর্যাদা এবং সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের বিভাজন বা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা বরদাশ

২ দিন আগে