গোপালগঞ্জে মুখোশ পরে পুলিশের গাড়িতে আগুন, ৫ পুলিশ আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১: ৩৪
গোপালগঞ্জে বুধবার সকালে পুলিশের গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে মুখোশ পরে পুলিশের পিকাপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত তথ্য মেলেনি।

বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জের জন্য নির্ধারিত কর্মসূচির দিন সকালে এ ঘটনা ঘটল। এ দিন এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতাদের গোপালগঞ্জে আসার খবরে জেলাজুড়ে উত্তেজনা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার সকালে নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি গাড়ি দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় ছিল। হঠাৎ ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্তের একটি দল পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা করে। পরে তারা গাড়িতে আগুন দেয়। এতে গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন।

হামলার সময় দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টাও চালায়। খবর পেয়ে টহলরত অন্য একটি পুলিশের গাড়ি সেখানে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

‘ভুয়া জুলাই শহিদ’ প্রতিবেদনের প্রতিবাদ নড়াইলের শহিদ রবিউলের পরিবারের

সংবাদ সম্মেলনে জুলাই শহিদ রবিউল ইসলামের স্ত্রী সাবরিনা আক্তার বলেন, আমার স্বামী মিথ্যা অপবাদ নিয়ে মৃত্যুবরণ করেছে। এখন তার মৃত্যুর পরও একই অপবাদ পরিবারের ওপর মানসিক যন্ত্রণা হয়ে ফিরে আসছে। আমরা এর ন্যায় বিচার চাই।

২০ ঘণ্টা আগে

‘শেখ হাসিনা সংবিধান নিয়ে পালিয়েছেন’

মনিরা শারমিন বলেন, সংবিধানের প্রথমেই লেখা আছে, সংবিধানের মালিক জনগণ। এ কথা বলে আপনাদের সঙ্গে ধোঁকাবাজি করা হয়েছে। কারণ সংবিধানে আপনার মালিকানা আপনি বুঝে পাননি। এই সংবিধান নাগরিক অধিকার রক্ষা করে না। চব্বিশের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়েছে, সংবিধান নিয়েই পালিয়েছে। এখন বাংলাদেশে কোনো সংবিধান নাই।

২০ ঘণ্টা আগে

ন্যায়ভিত্তিক দেশ গড়তে বিএনপির বিকল্প নেই: সেলিমা রহমান

সেলিমা রহমান বলেন, ১৬ বছর ধরে একটি শকুনি লুটপাট ও গুম-খুন করে বাংলদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। তাই ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই।

২১ ঘণ্টা আগে

১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয়

আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে সেপ্টেম্বরের ১৬ দিন পর্যন্ত ৬৫৭ কোটি ৩০ লাখ ডলার। যা গত ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৫৪৪ কোটি ডলার। অর্থবছর হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে ১৩৩ কোটি ৩০ ডলার বেশি এসেছে। যা প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৮০ শতাংশ।

১ দিন আগে