
প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ৩০ ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। এই সময়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় কমলাপুর রেল স্টেশনের প্রায় সোয়া এক কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন স্টেশনটির ব্যবস্থাপক শাহাদাত হোসেন। দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২৯ জানুয়ারি) কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের ব্রিফ করেন স্টেশন ব্যবস্থাপক। রানিং স্টাফদের কর্মবিরতি শেষে ট্রেন চলাচল শুরু হওয়ার পর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি।
শাহাদাত হোসেন বলেন, আমাদের স্টেশন (কমলাপুর) থেকে সাধারণত প্রতিদিন এক কোটি ১৫ লাখ টাকা থেকে এক কোটি ২০ লাখ টাকা আয় হয়। রানিং স্টাফদের কর্মবিরতিতে রেল চলাচল বন্ধ থাকায় আমাদের এই টাকা লোকসান হয়েছে।
এদিকে ৩০ ঘণ্টারও বেশি সময় পর ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল মেলাতে হিমশিম খেতে হচ্ছে রেলওয়েকে। শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কোচ ব্যালান্সের কারণে জয়ন্তিকা ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের আজকের (বুধবার) যাত্রা বাতিল করা হয়েছে।
কমলাপুর রেল স্টেশনের এই ব্যবস্থাপক বলেন, যে দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেগুলোর টাকা যাত্রীদের রিফান্ড করা হবে। যারা অনলাইনে টিকিট কেটেছেন, তাদের অনলাইনে টাকা ফেরত দেওয়া হবে। যারা সরাসরি কাউন্টার থেকে টিকিট কিনেছেন, তাদের টাকা সরাসরি ফেরত দেওয়া হবে।
এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিকের দাবিতে সোমবার দিবাগত মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা। এসব স্টাফদের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।
মঙ্গলবার দিনভর নানা আলোচনাতেও রানিং স্টাফদের কর্মবিরতি থেকে টলানো যায়নি। পরে মঙ্গলবার মধ্যরাতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তার বাসভবনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
ওই বৈঠকের পর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ব্রিফিং করে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, উপদেষ্টা বুধবারের মধ্যে সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জনদুর্ভোগ এড়াতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
এ ঘোষণার পর বুধবার সকাল ৬টার পর দেশের বিভিন্ন রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায় নানা গন্তব্যে। তবে মূলত ট্রেন চলাচল শুরু হয় সকাল ৯টা থেকে। দীর্ঘ এই বিরতির কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে।
কমলাপুর রেল স্টেশনের তথ্য বলছে, বুধবার সকালে পারাবত এক্সপ্রেস চার ঘণ্টা দেরিতে ছেড়েছে। অন্যান্য ট্রেন ছাড়তেও এক থেকে দেড় ঘণ্টা দেরি হয়েছে। স্টেশন ব্যবস্থাপক শাহাদাত বলেন, যেহেতু গভীর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে তাই যাত্রীদের এসএমএস দেওয়া হয়নি। যারা যেতে পারেননি, তাদের বিষয়ে কী করা যায় আমরা তা দেখছি।

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ৩০ ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। এই সময়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় কমলাপুর রেল স্টেশনের প্রায় সোয়া এক কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন স্টেশনটির ব্যবস্থাপক শাহাদাত হোসেন। দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২৯ জানুয়ারি) কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের ব্রিফ করেন স্টেশন ব্যবস্থাপক। রানিং স্টাফদের কর্মবিরতি শেষে ট্রেন চলাচল শুরু হওয়ার পর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি।
শাহাদাত হোসেন বলেন, আমাদের স্টেশন (কমলাপুর) থেকে সাধারণত প্রতিদিন এক কোটি ১৫ লাখ টাকা থেকে এক কোটি ২০ লাখ টাকা আয় হয়। রানিং স্টাফদের কর্মবিরতিতে রেল চলাচল বন্ধ থাকায় আমাদের এই টাকা লোকসান হয়েছে।
এদিকে ৩০ ঘণ্টারও বেশি সময় পর ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল মেলাতে হিমশিম খেতে হচ্ছে রেলওয়েকে। শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কোচ ব্যালান্সের কারণে জয়ন্তিকা ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের আজকের (বুধবার) যাত্রা বাতিল করা হয়েছে।
কমলাপুর রেল স্টেশনের এই ব্যবস্থাপক বলেন, যে দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেগুলোর টাকা যাত্রীদের রিফান্ড করা হবে। যারা অনলাইনে টিকিট কেটেছেন, তাদের অনলাইনে টাকা ফেরত দেওয়া হবে। যারা সরাসরি কাউন্টার থেকে টিকিট কিনেছেন, তাদের টাকা সরাসরি ফেরত দেওয়া হবে।
এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিকের দাবিতে সোমবার দিবাগত মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা। এসব স্টাফদের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।
মঙ্গলবার দিনভর নানা আলোচনাতেও রানিং স্টাফদের কর্মবিরতি থেকে টলানো যায়নি। পরে মঙ্গলবার মধ্যরাতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তার বাসভবনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
ওই বৈঠকের পর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ব্রিফিং করে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, উপদেষ্টা বুধবারের মধ্যে সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জনদুর্ভোগ এড়াতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
এ ঘোষণার পর বুধবার সকাল ৬টার পর দেশের বিভিন্ন রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায় নানা গন্তব্যে। তবে মূলত ট্রেন চলাচল শুরু হয় সকাল ৯টা থেকে। দীর্ঘ এই বিরতির কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে।
কমলাপুর রেল স্টেশনের তথ্য বলছে, বুধবার সকালে পারাবত এক্সপ্রেস চার ঘণ্টা দেরিতে ছেড়েছে। অন্যান্য ট্রেন ছাড়তেও এক থেকে দেড় ঘণ্টা দেরি হয়েছে। স্টেশন ব্যবস্থাপক শাহাদাত বলেন, যেহেতু গভীর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে তাই যাত্রীদের এসএমএস দেওয়া হয়নি। যারা যেতে পারেননি, তাদের বিষয়ে কী করা যায় আমরা তা দেখছি।

জিলা স্কুলের ১৮৫তম বার্ষিকী উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার (২৭ ডিসেম্বর) এ কনসার্ট আয়োজন করা হয়েছিল। জেমস উপস্থিতও হয়েছিলেন ফরিদপুরে। শেষ পর্যন্ত কনসার্ট বাতিল হওয়ায় জেমস ঢাকা ফিরে গেছেন।
১ দিন আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহবাগ এলাকা ছেড়ে যাওয়ার পর ফের সেখানে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির কবরে তারেক রহমান শ্রদ্ধা জানানোর সময় তারা শাহবাগ মোড় থেকে কিছুটা সরে কাঁটাবন এলাকায় অবস্থান নিয়েছিলেন।
১ দিন আগে
তিন মাস ২৭ দিন পর খোলা এসব দানবাক্সে টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না।
১ দিন আগে