কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন যোগাযোগ বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০: ২৫
ট্রেন। ফাইল ছবি

জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার ভোর রাতে আক্কেলপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হওয়ার ট্রেন যোগাযোগ বন্ধ হয়।

সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাত্রী ও স্টেশন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশন থেকে হলহলিয়া রেলসেতু পার হয়ে প্রায় দেড় কিলোমিটার যাত্রা করার পর বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পাওয়ার কারের দায়িত্বে থাকা কর্মীদের ঘটনাটি জানানো হয় এবং পৌনে ৪টার দিকে ভদ্রকালী এলাকায় ট্রেনটি লাইনচ্যুত অবস্থায় থামে। পরে পাঁচটি বগি নিয়ে ট্রেনটি সামনের স্টেশনে স্থানান্তরিত করা হয়। বর্তমানে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ স্থগিত রয়েছে।

খাদিজা খাতুন বলেন, ঢাকা থেকে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে অবস্থান করছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগি লাইনচ্যুত : জয়পুরহাটে সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

৫ ঘণ্টা আগে

শ্রীপুরে ব্যবসায়ী আটক, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, বিকেলে র‌্যাব সদস্যরা দুটি গাড়ি নিয়ে গিয়ে মোশারফের দোকানে ঢুকে তাকে অস্ত্রসহ আটকের কথা জানান। তবে স্থানীয়দের অভিযোগ, র‌্যাব গাড়িতে করে অস্ত্র এনে মোশারফ হোসেনকে ফাঁসিয়েছে।

১৫ ঘণ্টা আগে

পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই’, ‘জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না’, ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন অবরোধকারীরা।

১৮ ঘণ্টা আগে

দুর্গম পাহাড়ে সেনা অভিযান, বিদেশি অস্ত্র-গোলাবারুদসহ আটক ১

গোপাল ঘাটিয়া এলাকায় দ্বিতীয় অভিযানে সশস্ত্র অবস্থায় একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ১৯৯ রাউন্ড ২২ ক্যালিবারের গুলি, দুটি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, রাইফেলের বাটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

২০ ঘণ্টা আগে