আইনজীবী আলিফ হত্যা: জামিন মেলেনি ১১ আসামির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২২: ০১

চট্টগ্রাম আদালতের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১১ জন আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসানের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন আদালত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (এডিসি-প্রসিকিউশন) মো. মফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে জামিন শুনানি হওয়া ১১ আসামীর মধ্যে রয়েছে, প্রেম নন্দন দাশ প্রকাশ যোদ্ধা (১৯), রনপ দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।

গত ২৬ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাশকে চট্টগ্রাম আদালতে হাজির করে একটি রাষ্ট্রদ্রোহী মামলায় জামিন শুনানি ছিল। ওই দিন আদালত চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পরে চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারীগণ চিন্ময়ের বহনকারী প্রিজন ভ্যানের সামনে ও পেছনে শুয়ে পড়ে দীর্ঘ আড়াই থেকে তিন ঘণ্টা জটলা ও আদালত প্রাঙ্গণে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করে। তখন সাধারণ আইনজীবী, মুসল্লি ও বিচারপ্রার্থী সাধারণ মানুষ আদালত প্রাঙ্গণে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। এর মধ্যে চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারীদের হামলায় নিহত হন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ।

এ ঘটনায় গত ৩০ নভেম্বর নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রুয়েট শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতায় গুরুত্ব দিতে বললেন বিশেষজ্ঞরা

ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইয়্যুম বলেন, “যোগাযোগ শুধু কথা বলার দক্ষতা নয়, এটি হলো শ্রবণ, উপলব্ধি এবং প্রভাব তৈরির সমন্বয়। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য দক্ষ যোগাযোগ অপরিহার্য। লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে হবে।”

৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িতে হামলা: বিএনপির ২ নেতাকে বহিষ্কার

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন ঘিরে হানাহানি ও সংঘাতের ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরনের হিংসাত্মক ও অশোভন আচরণ

৯ ঘণ্টা আগে

রাউজানে বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। রাউজানে স্থানীয় রাজনীতিতে বিএনপির এই দুই নেতার সমর্থক-অনুসারীদের মধ্যে গত ৫ আগস্ট থেকে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১২ জনের

১৯ ঘণ্টা আগে

আমরা গোপালগঞ্জে গিয়েছি, গাজীপুরেও এসেছি: নাহিদ

নাহিদ বলেন, গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিচ্ছে। মহড়া দেওয়ার চেষ্টা করছে। তারা ভেবেছে ভয়, দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি ও গণঅভ্যুত্থানের শক্তিকে রুখে দেবে। কিন্তু গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি, গাজীপুরেও এসেছি।

১ দিন আগে