কুমিল্লা প্রতিনিধি
দুদিন আগেও ঢাকার কল্যাণপুরে বসবাসরত পরিবারটির সময় ছিল আনন্দময়। স্নেহা, পরিবারের গর্ব, এবারের এসএসসি পরীক্ষায় ঢাকার ভিকারুননিসা নূন স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে, নম্বর ১২০১। তার এ সাফল্যে উচ্ছ্বসিত হয়ে গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর থেকে ঢাকায় ছুটে এসেছিলেন দাদা উমর আলী (৮০) ও দাদি নুরজাহান বেগম (৬৫)। বড় ছেলে, স্নেহার বাবা আবুল হাশেম স্বপনের ঢাকার বাসায় উঠেছিলেন তারা।
কয়েকদিনের আনন্দ-উৎসব আর নাতনির সাফল্য উদ্যাপন এবং ডাক্তার দেখানো শেষে তারা সিদ্ধান্ত নেন গ্রামে ফিরে যাওয়ার। সঙ্গে ছিলেন তাদের দুই ছেলে— বড় ছেলে স্বপন ও ছোট ছেলে আবুল কাসেম মামুন (৪৫)। স্বপন ছিলেন গাড়ির চালকের আসনে।
শুক্রবার সকালে তারা চারজন প্রাইভেটকারে ঢাকার বাসা থেকে রওয়ানা দেন গ্রামের উদ্দেশে। কিন্তু বাড়ি আর ফেরা হয়নি তাদের। বাড়ির কাছাকাছি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় স্বপন যখন গাড়ি ইউটার্ন নিচ্ছিলেন, তখনই এক মর্মান্তিক দুর্ঘটনায় থেমে যায় তাদের যাত্রা। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে সরাসরি পড়ে তাদের প্রাইভেটকারের ওপর। মুহূর্তেই চাপা পড়েন চারজন।
দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় উমর আলী, নুরজাহান বেগম, আবুল হাশেম স্বপন ও আবুল কাসেম মামুনের। দুই সন্তানকে নিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন স্নেহার দাদা-দাদি।
হোসেনপুর গ্রামে শুক্রবারের বাতাস ছিল ভারী, নিস্তব্ধ আর বিষাদময়। একসঙ্গে চারটি জানাজা, একসঙ্গে চারটি কবরে দাফন। একই পরিবারের চার সদস্যের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম।
উমর আলী ছিলেন গ্রামের একজন সম্মানিত মানুষ। নুরজাহান ছিলেন সংসারের ছায়া। তাদের চার ছেলেমেয়ে, দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে স্বপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ছিলেন, কাজ করতেন ব্যাংক এশিয়ার রূপনগর শাখার ব্যবস্থাপক হিসেবে। ছোট ছেলে মামুন কাজ করতেন ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে। তারা ছিলেন মা-বাবার ভরসা। তাদের দুই মেয়ে হাসিনা আকাতার ও রোকসানা আক্তার ঢাকায় প্রাইভেট ব্যাংকে চাকরি করেন।
শুক্রবার লরি উলটে গিয়ে পড়ে আবুল হাশেমদের প্রাইভেট কারের ওপর। ছবি: সংগৃহীত
এই পরিবারের নিকটাত্মীয় মির্জা কামরুন্নাহার রাজনীতি ডটকমকে জানান, সবাইকে নিয়ে একটি সুখী পরিবার অনেক বড় বিপদে পড়েছে। একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হোসেনপুর গ্রামে শোকের মাতম চলছে। শুক্রবার তাদের মরদেহ দাফন করা হয়েছে।
এ দুর্ঘটনার পর নিহত উমর আলীর ভাই আবুল কালাম কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। উলটো পথে আসা লরি ও হানিফ পরিবহনের বাসের চালকসহ অজ্ঞাতদের বিরুদ্ধে এ মামলার তদন্ত করছে পুলিশ।
হাইওয়ে থানা পুলিশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, উলটো দিক থেকে হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ছুটে আসছিল। সে সময় ইউটার্নে প্রবেশের মুখে দ্রুতগতিতে আসা লরিটি হানিফ পরিবহনের বাসের কারণে জায়গা না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে পড়ে এবং প্রাইভেট কারটি চাপা দেয়।
ঘটনার পর সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের সমন্বিত মতামতের ভিত্তিতে পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে সব ধরনের যানবাহনকে সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন ব্যবহার করতে হবে।
দুদিন আগেও ঢাকার কল্যাণপুরে বসবাসরত পরিবারটির সময় ছিল আনন্দময়। স্নেহা, পরিবারের গর্ব, এবারের এসএসসি পরীক্ষায় ঢাকার ভিকারুননিসা নূন স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে, নম্বর ১২০১। তার এ সাফল্যে উচ্ছ্বসিত হয়ে গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর থেকে ঢাকায় ছুটে এসেছিলেন দাদা উমর আলী (৮০) ও দাদি নুরজাহান বেগম (৬৫)। বড় ছেলে, স্নেহার বাবা আবুল হাশেম স্বপনের ঢাকার বাসায় উঠেছিলেন তারা।
কয়েকদিনের আনন্দ-উৎসব আর নাতনির সাফল্য উদ্যাপন এবং ডাক্তার দেখানো শেষে তারা সিদ্ধান্ত নেন গ্রামে ফিরে যাওয়ার। সঙ্গে ছিলেন তাদের দুই ছেলে— বড় ছেলে স্বপন ও ছোট ছেলে আবুল কাসেম মামুন (৪৫)। স্বপন ছিলেন গাড়ির চালকের আসনে।
শুক্রবার সকালে তারা চারজন প্রাইভেটকারে ঢাকার বাসা থেকে রওয়ানা দেন গ্রামের উদ্দেশে। কিন্তু বাড়ি আর ফেরা হয়নি তাদের। বাড়ির কাছাকাছি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় স্বপন যখন গাড়ি ইউটার্ন নিচ্ছিলেন, তখনই এক মর্মান্তিক দুর্ঘটনায় থেমে যায় তাদের যাত্রা। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে সরাসরি পড়ে তাদের প্রাইভেটকারের ওপর। মুহূর্তেই চাপা পড়েন চারজন।
দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় উমর আলী, নুরজাহান বেগম, আবুল হাশেম স্বপন ও আবুল কাসেম মামুনের। দুই সন্তানকে নিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন স্নেহার দাদা-দাদি।
হোসেনপুর গ্রামে শুক্রবারের বাতাস ছিল ভারী, নিস্তব্ধ আর বিষাদময়। একসঙ্গে চারটি জানাজা, একসঙ্গে চারটি কবরে দাফন। একই পরিবারের চার সদস্যের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম।
উমর আলী ছিলেন গ্রামের একজন সম্মানিত মানুষ। নুরজাহান ছিলেন সংসারের ছায়া। তাদের চার ছেলেমেয়ে, দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে স্বপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ছিলেন, কাজ করতেন ব্যাংক এশিয়ার রূপনগর শাখার ব্যবস্থাপক হিসেবে। ছোট ছেলে মামুন কাজ করতেন ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে। তারা ছিলেন মা-বাবার ভরসা। তাদের দুই মেয়ে হাসিনা আকাতার ও রোকসানা আক্তার ঢাকায় প্রাইভেট ব্যাংকে চাকরি করেন।
শুক্রবার লরি উলটে গিয়ে পড়ে আবুল হাশেমদের প্রাইভেট কারের ওপর। ছবি: সংগৃহীত
এই পরিবারের নিকটাত্মীয় মির্জা কামরুন্নাহার রাজনীতি ডটকমকে জানান, সবাইকে নিয়ে একটি সুখী পরিবার অনেক বড় বিপদে পড়েছে। একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হোসেনপুর গ্রামে শোকের মাতম চলছে। শুক্রবার তাদের মরদেহ দাফন করা হয়েছে।
এ দুর্ঘটনার পর নিহত উমর আলীর ভাই আবুল কালাম কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। উলটো পথে আসা লরি ও হানিফ পরিবহনের বাসের চালকসহ অজ্ঞাতদের বিরুদ্ধে এ মামলার তদন্ত করছে পুলিশ।
হাইওয়ে থানা পুলিশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, উলটো দিক থেকে হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ছুটে আসছিল। সে সময় ইউটার্নে প্রবেশের মুখে দ্রুতগতিতে আসা লরিটি হানিফ পরিবহনের বাসের কারণে জায়গা না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে পড়ে এবং প্রাইভেট কারটি চাপা দেয়।
ঘটনার পর সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের সমন্বিত মতামতের ভিত্তিতে পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে সব ধরনের যানবাহনকে সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন ব্যবহার করতে হবে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগেবৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারীর স্বাক্ষরিত এক চিঠিতে তাদের দলীয় এ সিদ্ধান্ত জানানো হয়। এছাড়াও রাতেই জেলা জামায়াতে ইসলামীর সভায় এ ঘটনার সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। পিপি রুহুল আমিন শিকদ
১ দিন আগেময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
১ দিন আগেচাঁদাবাজি ও লুটপাটমুক্ত একটি সুশাসনের দেশ গড়তে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
১ দিন আগে