প্রেশার গ্রুপ জিনিসটা কী? প্রেস সচিবের কাছে জানতে চান সাকি

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ২৮ জুন ২০২৫, ১১: ২৩
চট্টগ্রাম প্রেস ক্লাবে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

‘মব আক্রমণ হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বললেন যে, “মব না, প্রেশার গ্রুপ।” মানেটা কী? প্রেশার গ্রুপ জিনিসটা কী?’ সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে গ্রেপ্তারের আগে কথিত মবের হেনস্তার প্রসঙ্গ ধরে শুক্রবার (২৭ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রেস সচিবের কাছে ‘প্রেশার গ্রুপ কী?’ তা জানতে চান।

মব তৈরি করে কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরানোর যে উদাহরণ তৈরি হচ্ছে তা ‘ফেরত আসবে’ বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি। পাশাপাশি ‘জনগণকে অন্ধকারে রেখে’ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সরকারি পরিকল্পনারও বিরোধিতা করেছেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, ‘আপনি যদি মনে করেন যে অমুক ব্যক্তি অন্যয় করেছে তার শাস্তি হওয়া দরকার, তো আপনার সভা-সমাবেশ করার জায়গা আছে। তার বাড়িতে হামলা করা আপনার এখন কর্তব্য না। তাহলে সরকার কি নিজে এটা উসকে দিচ্ছে? যে অমুককে আমার ধরতে হবে, ধরার আগে একটা নাটক করতে হবে। এ কি আশ্চর্য ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যেমন করত। কাউকে গ্রেপ্তার করার আগে নানান ছক তৈরি করত। বহুজনের ক্ষেত্রে এটা বলা যাবে। আগে তাকে একটু খলনায়ক ধরনের বানিয়ে নিয়েছে। সামাজিক মাধ্যমে দু-তিনদিন ধরে তাকে বেশ একটা ইয়ে চলেছে, তারপর যেয়ে তাকে গ্রেপ্তার অ্যারেস্ট করেছে। তাহলে তো একই পদ্ধতি প্রয়োগ করছেন।’

তিনি বলেন, ‘তিনটা নির্বাচন নিয়ে, নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনার জন্য বহু আগে থেকেই রাজনৈতিক দলগুলো বলেছে। আমরা বলেছি, সকলেই বলেছে। জবাবদিহির আওতায় আনেন। আপনারা সেই অনুযায়ী পদক্ষেপ নেন। তারপর তাদের যদি বিচারিক জায়গায় নিতে হয় তাহলে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢোকেন। আপনি কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরাবেন, এটা একজন ব্যক্তির যে মানবিক অস্তিত্ব, তাকে আপনি অপমান করছেন। এটাকে বলে বিমানবিকীকরণ। একজন সর্বোচ্চ অপরাধীকেও তা করা হয় না কিন্তু।’

চট্টগ্রাম বন্দর নিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার বিরুদ্ধে বহুদিন ধরে আন্দোলন হয়েছে। সেসময় আমরা নিজেরাই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলাম। আমরা একটা কথাই বলেছিলাম যে, বন্দরের মত একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেটাকে অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে বর্তমান প্রধান উপদেষ্টাও বলেছেন। সেটা যেমন অর্থনীতির হৃৎপিণ্ড আবার একই সাথে এটা নিরাপত্তা ও কৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গা।’

‘ফলে এই বন্দরের উপর সার্বভৌম কর্তৃক আমাদের জনগণের, সরকারের থাকা দরকার। তারপরে এর অর্থনৈতিক এবং অন্যান্য প্রযুক্তিগত দিক উন্নতির জন্য সরকার নানা পরিকল্পনা করতে পারে। সেখানে প্রয়োজন হলে প্রযুক্তিগত ও অন্যান্য কাঠামোগত সহযোগিতা যদি বিদেশ থেকে নিতে হয়, সেটাও নেওয়া যেতে পারে’ বলেন তিনি।

তিনি বলেন, “সরকার কী প্রস্তাব করছে এটা এখন পর্যন্ত আসলে জনগণ অন্ধকারে। সরকার মনে হচ্ছে একটা বিদেশি কোম্পানিকে দিয়ে দিচ্ছে। কী জায়গা দিচ্ছেন, কোন শর্তের ভিত্তিতে দিচ্ছেন, কত বছরের জন্য দিচ্ছেন সমস্ত আলাপ আলোচনা জনগণের জানার অধিকার ছিল। জনগণ না জানলে এরমধ্যে যে আশঙ্কাগুলো আছে যে, এটা কি বিদেশিদের কর্তৃত্বে চলে যাবে? আমরা কি নানান দিক থেকে সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে? এমনকি যে বন্দরের সমস্ত বিনিয়োগ আমাদের দেশের টাকায় হয়েছে এবং সেটা এখন কাজ করছে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নিয়ন্ত্রণে আসেনি আশুলিয়ার পোশাক কারখানার আগুন

তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাভারের আশুলিয়ার পলমল গ্রুপের পোশাক কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

৮ ঘণ্টা আগে

খুনের মামলা রাজনৈতিক দেখিয়ে প্রত্যাহার চেষ্টার অভিযোগ

লিখিত বক্তব্যে মামলার বাদী রঞ্জু আহমেদ বলেন, ২০০৯ সালের ৬ অক্টোবর রায়পুর গ্রামে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে তার বাবা শামসুল ইসলাম, ভাই মনিরুল ইসলাম ও মন্টুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মন্টু।

৯ ঘণ্টা আগে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

১০ ঘণ্টা আগে

নাটোরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরের বনপাড়ায় বাস--অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

১১ ঘণ্টা আগে