রাঙামাটিতে আধাবেলা অবরোধ চলছে ইউপিডিএফের

রাঙামাটি প্রতিনিধি
আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফের কর্মীরা। ছবি : সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলায় দুই কর্মী ও সমর্থককে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

অবরোধের সমর্থনে সকাল ৬টা থেকেই নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন দুর্গম এলাকার সড়কগুলোতে অবস্থান নিয়ে সড়কে টায়ার ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইউপিডিএফ কর্মীরা। অবরোধের কারণে শহরের জীবনযাত্রা ও যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ আছে। রাঙামাটি থেকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও উপজেলাগুলোর সঙ্গে সড়কযোগাযোগ বন্ধ আছে।

গত শনিবার রাঙামাটির লংগদু উপজেলার বড় হারিকাবা এলাকায় সশস্ত্র বন্দকুধারিদের গুলিতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা এবং সমর্থক ধন্য মনি চাকমা নিহত হন। ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পদ থেকে সন্তু লারমাকে অপসারণ বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

তবে জেএসএস হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে এটি ইউপিডিএফ-এর আভ্যন্তরীণ বিরোধের কারণে হতে পারে বলে দাবি করেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোনার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুনকে (৩০) গ্রেপ্তার করেছে সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ। বুধবার (২০ আগস্ট) বেলা ১২টা ২০মিনিটে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে কোম্পানি কমান্ডার স্কেয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এক প্রেস বিজ

১ দিন আগে

ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করায় এসআই প্রত্যাহার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরু এলাকায় বিনামূল্যে নেট না দেওয়ায় স্থানীয় এক ইন্টারনেট ব্যবসায়ীকে ফাঁড়িতে ডেকে নিয়ে মারধরের অভিযোগে মেরুং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

১ দিন আগে

অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো বিপুর বাংলো বাড়ি

ভ্রাম্যমাণ আদালত বলেছেন, ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত পুরো বাড়িটিই বুড়িগঙ্গা নদী ও নদীর তীরবর্তী জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। নদী তীরের প্রায় দেড় একর জমি ছিল বাড়িটির দখলে।

২ দিন আগে

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা

অভিযান শেষে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় অসাধু উপায়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে। জনসচেতনতা তৈরির জন্যই এ অভিযান। সামনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২ দিন আগে