
খাগড়াছড়ি প্রতিনিধি

সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে স্থগিত ঘোষণা করা অবরোধ পুরোপুরি প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে আগামীকাল রোববার (৫ অক্টোবর) পর্যন্ত এই অবরোধ স্থগিত করা হয়েছিল।
শনিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় জুম্ম ছাত্র জনতা।
গত ২৩ সেপ্টেম্বর এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল জুম্ম ছাত্র জনতা। অবরোধের মধ্যে সহিংসতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা করে। অবরোধ ও ১৪৪ ধারার মধ্যেই ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে।
এসব ঘটনায় তিনজন পাহাড়ি নিহত হন, আহত হন সেনা কর্মকর্তা ও সেনা সদস্যসহ অন্তত ২৫ জন। গুইমারার রামসু বাজার ও আশপাশে দোকানপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। জেলা সদরের মহাজনপাড়া, নারিকেল বাগান ও স্বনির্ভর বাজারে বহু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়।
সহিংস পরিস্থিতিতে জুম্ম ছাত্র জনতার সড়ক অবরোধের পাশাপাশি প্রশাসসের ১৪৪ ধারাও জারি ছিল। পরে প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনার পর জুম্ম ছাত্র জনতা মঙ্গলবার রাত থেকে রোববার পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেয়। তারা জানায়, এর মধ্যে দাবি-দাওয়া পূরণ না হলে সোমবার থেকে ফের সড়ক অবরোধ পালন করবে তারা। এর আগেই তাদের কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হলো।
এদিকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করায় যেকোনো ১৪৪ ধারাও তুলে নিতে পারে প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদার ভিত্তিতে শিগগিরই ১৪৪ ধারা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হবে।

সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে স্থগিত ঘোষণা করা অবরোধ পুরোপুরি প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে আগামীকাল রোববার (৫ অক্টোবর) পর্যন্ত এই অবরোধ স্থগিত করা হয়েছিল।
শনিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় জুম্ম ছাত্র জনতা।
গত ২৩ সেপ্টেম্বর এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল জুম্ম ছাত্র জনতা। অবরোধের মধ্যে সহিংসতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা করে। অবরোধ ও ১৪৪ ধারার মধ্যেই ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে।
এসব ঘটনায় তিনজন পাহাড়ি নিহত হন, আহত হন সেনা কর্মকর্তা ও সেনা সদস্যসহ অন্তত ২৫ জন। গুইমারার রামসু বাজার ও আশপাশে দোকানপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। জেলা সদরের মহাজনপাড়া, নারিকেল বাগান ও স্বনির্ভর বাজারে বহু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়।
সহিংস পরিস্থিতিতে জুম্ম ছাত্র জনতার সড়ক অবরোধের পাশাপাশি প্রশাসসের ১৪৪ ধারাও জারি ছিল। পরে প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনার পর জুম্ম ছাত্র জনতা মঙ্গলবার রাত থেকে রোববার পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেয়। তারা জানায়, এর মধ্যে দাবি-দাওয়া পূরণ না হলে সোমবার থেকে ফের সড়ক অবরোধ পালন করবে তারা। এর আগেই তাদের কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হলো।
এদিকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করায় যেকোনো ১৪৪ ধারাও তুলে নিতে পারে প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদার ভিত্তিতে শিগগিরই ১৪৪ ধারা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হবে।

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
২০ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।
২১ ঘণ্টা আগে
হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।
১ দিন আগে
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।
২ দিন আগে