খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, দোকানি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২: ১৪
প্রতীকী ছবি

মাদরাসা থেকে ফেরা পথে খাবার দেওয়ার লোভ দেখিয়ে সাত বছ বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ির রামগড়ে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন।

মঙ্গলবার (২২ জুলাইঢ়) দুপুরে শিশুটিকে ধর্ষণ করা হয়। স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পরে শিশুটি। পরে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানিয়েছেন, উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের পাতাছড়া বাজার থেকে আটক করা হয় অভিযুক্ত মো. শাহিন মিয়াকে (৫৩)। তিনি রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে। পাতাছড়া বাজারে একটি চায়ের দোকান আছে তার।

মেয়েটির বাবা বলেন, মঙ্গলবার দুপুরে মাদরাসা ছুটির পর তার মেয়ে এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে চা দোকানি শাহিন মিয়া তার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে পরে মোটরসাইকেলে করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। বিকেলে মা ও নানি শরীরে রক্ত দেখে জানতে চাইলে মেয়েটি ঘটনাটি জানায়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোকসানা আক্তার বলেন, শিশুটির শারীরিক অবস্থা গুরুতর ছিল। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা করবেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে মাইলস্টোনে কমিটি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, আহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা নির্ণয়ে একটি কমিটি করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

১৩ ঘণ্টা আগে

মাইক্রোবাস ও ট্রাক মুখোমুখি, প্রাণ গেল ৬ জনের

ট্রাকটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। অন্যদিকে মাইক্রোবাসটি রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে যাব দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

১৬ ঘণ্টা আগে

জিআরের চাল আত্মসাৎ, নান্দাইলে সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা

মামলায় সাবেক এই সংসদ সদস্য ছাড়াও নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, নান্দাইল উপজেলায় ওই সময় কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ বি এম সিরাজুল হক ও উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টায় নগরীর স

১ দিন আগে