খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, দোকানি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রতীকী ছবি

মাদরাসা থেকে ফেরা পথে খাবার দেওয়ার লোভ দেখিয়ে সাত বছ বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ির রামগড়ে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন।

মঙ্গলবার (২২ জুলাইঢ়) দুপুরে শিশুটিকে ধর্ষণ করা হয়। স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পরে শিশুটি। পরে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানিয়েছেন, উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের পাতাছড়া বাজার থেকে আটক করা হয় অভিযুক্ত মো. শাহিন মিয়াকে (৫৩)। তিনি রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে। পাতাছড়া বাজারে একটি চায়ের দোকান আছে তার।

মেয়েটির বাবা বলেন, মঙ্গলবার দুপুরে মাদরাসা ছুটির পর তার মেয়ে এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে চা দোকানি শাহিন মিয়া তার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে পরে মোটরসাইকেলে করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। বিকেলে মা ও নানি শরীরে রক্ত দেখে জানতে চাইলে মেয়েটি ঘটনাটি জানায়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোকসানা আক্তার বলেন, শিশুটির শারীরিক অবস্থা গুরুতর ছিল। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা করবেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

১ দিন আগে

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।

১ দিন আগে

কোটা-বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল চলছে

হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।

১ দিন আগে

রাঙামা‌টি‌তে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।

২ দিন আগে