খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, দোকানি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রতীকী ছবি

মাদরাসা থেকে ফেরা পথে খাবার দেওয়ার লোভ দেখিয়ে সাত বছ বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ির রামগড়ে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন।

মঙ্গলবার (২২ জুলাইঢ়) দুপুরে শিশুটিকে ধর্ষণ করা হয়। স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পরে শিশুটি। পরে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানিয়েছেন, উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের পাতাছড়া বাজার থেকে আটক করা হয় অভিযুক্ত মো. শাহিন মিয়াকে (৫৩)। তিনি রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে। পাতাছড়া বাজারে একটি চায়ের দোকান আছে তার।

মেয়েটির বাবা বলেন, মঙ্গলবার দুপুরে মাদরাসা ছুটির পর তার মেয়ে এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে চা দোকানি শাহিন মিয়া তার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে পরে মোটরসাইকেলে করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। বিকেলে মা ও নানি শরীরে রক্ত দেখে জানতে চাইলে মেয়েটি ঘটনাটি জানায়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোকসানা আক্তার বলেন, শিশুটির শারীরিক অবস্থা গুরুতর ছিল। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা করবেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন