কলেজের পরিত্যক্ত ঘরে পাওয়া গেল কঙ্কাল, পরিচয় মেলেনি

চাঁদপুর প্রতিনিধি
কঙ্কাল। প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব সরকারি কলেজের অধ্যক্ষের পরিত্যক্ত বাসভবনের রান্নাঘরে পাওয়া গেছে কঙ্কাল। সেখানে কেবল হাড়গোড় ও জিন্সের একটি প্যান্ট পড়ে থাকায় কঙ্কালটি নারী না পুরুষের, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। কলেজের শিক্ষকরা জানিয়েছেন, ওই ভবনটি প্রায় এক যুগ ধরেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওই কলেজের অধ্যক্ষের জন্য নির্ধারিত বাসভবনের পরিত্যক্ত রান্নাঘর থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান এবং মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহটি বেশ কিছুদিনের পুরনো হওয়ায় কঙ্কালে পরিণত হয়েছে। কঙ্কালের সঙ্গে চুল অবশিষ্ট রয়েছে, পরনে রয়েছে জিন্সের প্যান্ট। এ ছাড়া শুধু হাড়গোড় আছে। তাই প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, এটি কোনো পুরুষ না নারীর।

শুক্রবার দুপুর পর্যন্ত কঙ্কালটির লৈঙ্গিক পরিচয় বা নাম-ঠিকানা কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয় বিস্তারিত অনুসন্ধানের জন্য সিআইডি ও পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

কলেজের শিক্ষক মুজাহিদুল ইসলাম কিরণ বলেন, রান্নাঘরের পাশেই গভীর নলকূপ, তার মোটর রান্নাঘরের ভেতরে। শুক্রবার মোটর থেকে পানি উঠছিল না বলে কলেজের পিওন হোসেন একজন মেকানিককে নিয়ে মোটর দেখতে রান্নাঘরে যান। এ সময় তাদের চোখে পড়ে কঙ্কালটি।

পিওন হোসেন বলেন, কয়েক মাস আগেও মোটরে সমস্যা দেখা দিয়েছিল। তখন পরিত্যক্ত রান্নাঘরে গিয়ে মোটর ঠিক করা হয়। কিন্তু তখন এমন কিছু চোখে পড়েনি তাদের। এবার তারা ঘরটিতে ঢুকে কঙ্কাল দেখে চিৎকার করলে সবাই ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কলেজের আরেক শিক্ষক আইননুর নাহার কাদেরী জানান, প্রায় এক যুগ আগে সেমিপাকা বাসভবনটিতে বসবাস করতেন সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সালামতউল্লাহ। তারপর থেকে ওই ভবন ও রান্নাঘর পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে জামায়াত প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের রিটার্নিং অফিস সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফজলুল হক তার হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও এর পক্ষে কোনো প্রামাণ্য নথি জমা দেননি। তিনি হলফনামায় উল্লেখ করেন, গত ২৮ ডিসেম্বর নাগরিকত্ব ত্যাগ করেছেন- তবে যাচাই-বাছাইয়ে ওই দাবি

১ দিন আগে

পদ্মার চরে এবার ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

রাজশাহী ও নাটোরের সীমান্তবর্তী পদ্মার চরে এবার ঘরে ঢুকে গুলি করে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুই মাসের ব্যবধানে শনিবার রাতে আবারও গুলির ঘটনায় এক যুবক নিহত হলো। এসময় গুলিতে সোহেল রানার স্ত্রী স্বাধীনা খাতুনও (৩০) আহত হয়েছেন।

১ দিন আগে

জামিনে মুক্ত সেই বৈষম্যবিরোধী নেতা

জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যাত্রীবেশে ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি সোনা ছিনতাই

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, এই ছিনতাইয়ের সঙ্গে যাত্রীবেশে থাকা এক নারী ও পুরুষের পাশাপাশি অটোরিকশা চালকও জড়িত ছিলেন। ভুক্তভোগী শুভ কমলনগর উপজেলার হাজির হাট বাজারের ওয়েলকাম জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী।

১ দিন আগে