পাহাড়ে সেনাশাসন প্রত্যাহারের দাবি বাসদের

ডেস্ক, রাজনীতি ডটকম

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বাঙালি ও পাহাড়ে বসবাসরত বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংঘর্ষে হতাহতের ঘটনা অবিলম্বে বন্ধ করে পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বাসদ (মার্কসবাদী) নেতারা। বাম দলটির নেতারা একইসঙ্গে পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহারের দাবিও জানিয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’-এর সমন্বয়ক মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে এই ধরণের ঘটনা নতুন নয়। এই দেশের নাগরিক হয়েও পাহাড়ি জনগণকে প্রায় উপনিবেশিক শাসনের মধ্যে বসবাস করতে হচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে রাষ্ট্রই জিইয়ে রেখেছে। সমতলের বাঙ্গালিদের সেখানে সেটেল করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পাহাড়ি বাঙ্গালীর সম্প্রীতি বিনষ্ট করেছে অতীতের সকল সরকার।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিককালে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান যখন সকল রকম বৈষম্য অবসানের বার্তা নিয়ে এসেছে, তখন পাহাড়ের তরুণ-যুবারাও সংগঠিত হয়েছেন। তারা পাহাড়ে সেনাশাসন প্রত্যাহারের দাবি তুলেছেন। এটা দীর্ঘদিন পর একটা অভূতপূর্ব ঐক্যের সৃষ্টি করেছে পাহাড়ি জনগণের মধ্যে। আর ঠিক তখনই এই আক্রমণ সংঘটিত করা হলো ও তার প্রেক্ষিতে একটি অস্থিতিশীল পরিস্থিতি পাহাড়ে তৈরি করা হলো। পাহাড়ে নিরাপত্তাহীনতার দায় শিকার করে অবিলম্বে সেনাশাসন প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) খাগড়াছড়িতে পাহাড়ি জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করার সময় রাঙামাটিতেও হামলা হয় এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় খাগড়াছড়িতে তিন জন ও রাঙামাটিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় পার্বত্যাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলাগুলোর কার্যক্রম যেন শেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে জড়িতদের গ্রেপ্তার করার নির্দেশ দেন নাহিদ ইসলাম।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা

অভিযান শেষে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় অসাধু উপায়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে। জনসচেতনতা তৈরির জন্যই এ অভিযান। সামনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৮ ঘণ্টা আগে

পটুয়াখালীতে ডিবিবিএলের বুথ ডাকাতির চেষ্টায় মূল হোতা গ্রেপ্তার

এ ঘটনায় এটিএম মেশিন ভেঙে টাকা নিতে না পারলেও বুথটি ভাঙচুর করে মালামাল লুট করা হয়। তার বিরুদ্ধে আরও একাধিক চুরির ঘটনায় মামলা রয়েছে।

১৯ ঘণ্টা আগে

বৃষ্টিতে প্রাণ ফিরেছে রংপুর অঞ্চলের আমন আবাদে

১ দিন আগে

অনিবার্য কারণে রাকসুর মনোনয়নপত্র বিতরণ বন্ধ ঘোষণা

১ দিন আগে