গণপরিষদ নির্বাচন ছাড়া মৌলিক সংস্কার সম্ভব নয়: নাহিদ

বরিশাল প্রতিনিধি
বরিশালে এনসিপির মতবিনিময় সভায় নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

আবারও গণপরিষদ নির্বাচনের পক্ষে নিজেদের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরলেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল গড়ে তুলেছি। তবে রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে। এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। কারণ গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনে এনসিপির আয়োজনে নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছেন। কিন্তু আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কার বলে কিছু নেই। দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচারের আশায়। জনগণের প্রতি সেই ওয়াদা সরকারকে পূরণ করতে হবে।

বক্তব্যে আওয়ামী লীগ এবং গণহত্যাকারীদের দৃশ্যমান বিচারের দাবিও জানান নাহিদ ইসলাম। বলেন, এটি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সরকারও গণহত্যাকারীদের বিচারে প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতিও সরকারকে পূরণ করতে হবে।

জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তা অটুট রাখব। তবে গণঅভ্যুত্থানের সঙ্গে কোনো রাজনৈতিক দল আপস করলে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হবে না।

জাতীয় নাগরিক পাটির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসানসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।

এর আগে পটুয়াখালীতে জুলাই আন্দোলনে শহিদ এক ব্যক্তির যে কলেজপড়ুয়া মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, তার খোঁজ নিতে পটুয়াখালী যান নাহিদ ইসলাম। নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নেন। বিকেলে ওই শিক্ষার্থীর বাবার কবর জিয়ারত করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হঠাৎ ঝড়ে ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড, পান বরজের ব্যাপক ক্ষতি

ঝড়ের কবলে পড়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ঝড়ের পর গাছে চাপা পড়ে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর দুটি, নুরুল ইসলামের একটি, আব্দুর রহিমের দুটি, আবু সিদ্দিকের একটি ও ইদ্রিস আলীর দুটি এবং সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের রিপনের দুটি, শাহ্ নেওয়াজের একটি ও সিরাজুল ইসলামের একটি বসতঘর ভেঙে গেছে

২১ ঘণ্টা আগে

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১ দিন আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১ দিন আগে

১১ এনজিও'র ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার কৃষকের আত্মহত্যা

এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

১ দিন আগে