রাঙ্গাবালীতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের দুইটি কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলাকারীরা। এসময় ওই দুই কক্ষের ভেতরে থাকা চেয়ার-টেবিল, কম্পিউটার এবং প্রিন্টারসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে তারা।

ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশা বলেন, ‘আমি প্রথমে জেনেছি তারা একটি মানববন্ধন করছে। পরে শুনলাম তারা মিছিল নিয়ে আমার বাসার দিকে গেছে। সেখানে গিয়ে অকাথ্য ভাষায় আমাকে গালিগালাজ করেছে। পরে ইউনিয়ন পরিষদে গিয়ে ভাঙচুর চালিয়ে সরে গেছে। ওরা বায়েজিদ বাহিনী নামে পরিচিত। ৫ আগস্টের পর থেকে ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত চাল, টাকা এবং সরকারি কাজসহ বিভিন্ন সুবিধা চাচ্ছিল। আমি এসবে রাজি না হওয়ায় বায়েজিদ বিভিন্ন অরাজগতা করছে।’

জানা গেছে, অভিযুক্ত বায়েজিদের পুরো নাম বায়েজিদ আহমেদ কালু। তিনি এক সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন ।

বায়েজিদ আহমেদ কালু বলেন, ‘কিছুদিন আগে ইউনিয়ন পরিষদে আমাদের জমিজমা নিয়ে একটি সালিশ হয়। ঠিকমতো মাপঝোপ না করে চেয়ারম্যান কামাল পাশা প্রতিপক্ষের হয়ে রায় দিলে আমার ভাই শিমুল ফরাজী প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে মারধর করে কামাল পাশা। এ ঘটনার পর কামাল পাশার সালিশ বাণিজ্য এবং আমার ভাই শিমুল ফরাজীকে শারীরিক মারধরের প্রতিবাদে আজ (শুক্রবার) শান্তিপূর্ণ মানববন্ধন করা হয়। এই মানববন্ধনের পর পরিকল্পিতভাবে আওয়ামী দোসর কামাল পাশা তার চেয়ার রক্ষার জন্য শ্বশুড় বাড়ির লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদ ভাঙচুর চালায় এবং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘ছোটবাইশদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মানববন্ধন করেছে বলে শুনেছি। অন্যদিকে ইউনিয়ন পরিষদ ভাঙচুরে ঘটনা ঘটেছে বলে জেনেছি। কারা ইউনিয়ন পরিষদে ভাঙচুর করেছে সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এখনও কোন মামলা কিংবা অভিযোগ পাইনি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, ‘বিষয়টি শুনেছি। খোঁজখবর নেয়া হচ্ছে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

১৯ ঘণ্টা আগে

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।

২০ ঘণ্টা আগে

কোটা-বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল চলছে

হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।

১ দিন আগে

রাঙামা‌টি‌তে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।

২ দিন আগে