ভোলায় ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৯ জেলে

ভোলা প্রতিনিধি

বৈরী আবহাওয়ায় ভোলার চরফ্যাশন উপজেলার ভাষান চরের মেঘনা নদীতে নয় মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন নয়জন জেলে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও তারা উদ্ধার না হওয়ায় উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছে জেলে পরিবারগুলো।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় ব্যাহত হচ্ছে বলে জানান চরমানিকা কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন।

এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢালচর মৎস্য ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

ঢালচর ইউনিয়নের বাসিন্দা আলমগীর হোসেন জানান, মোসলেউদ্দিন মাঝির মালিকানাধীন নয়জন মাঝিমাল্লাসহ ঢালচর মৎস্য ঘাট থেকে বৃহস্পতিবার সকালে সাগর মোহনায় মাছ শিকারে যান তারা। মোসলেউদ্দিন নিজেই ট্রলারের মাঝির দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ বৈরী আবহাওয়া দেখে ঘাটে ফেরার পথে এদিন রাত সাড়ে ১২টার দিকে উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবে যায়। এতে নয়জন জেলে নিখোঁজ হন।

প্রাথমিকভাবে নয়জন জেলের মধ্যে তিনজন জেলের নাম ও ঠিকানা জানা গেছে। তারা হলেন- জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসলেউদ্দিন মাঝি, ঢালচর ৩ নম্বর ওয়ার্ডের সুজন ও একই এলাকার কাসেম মোল্লা। বাকি ছয়জনের নাম ও ঠিকানা এখনও জানা যায়নি।

নিখোঁজ জেলে সুজনের বাবা নুরে আলম জানান, সুজনের বয়স ১৮ বছর। তিনি অবিবাহিত। সংসারের হাল ধরতে তার ছেলে জীবিকার তাগিদে মাছ শিকারে নদীতে যায়। আবহাওয়া খারাপ থাকার কারণে ঘাটে ফেরার পথে ট্রলার ডুবে যায়। দুইদিন হয়েছে এখনও ছেলের সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মোসলেউদ্দিন মাঝির একটি জেলেসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৈরী আবহাওয়ার কারণে কোস্টগার্ড ও নৌ-পুলিশসহ মৎস্য বিভাগের কর্মকর্তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফের জাদিমোরা (ক্যাম্প-২৬) রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নুর কামাল (২৫) নামের একজন নিহত হয়েছেন।

১ দিন আগে

লিফট বিকল, ভবনের দেয়াল ভেঙে বর উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

২ দিন আগে

হাড়কাঁপানো শীতেও হাওরে বোরো আবাদের কর্মযজ্ঞ

শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়ছেন খেতে। বিস্তীর্ণ হাওরের মাঠজুড়ে চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যা থেকে জমি চাষ—সব কাজই চলছে সন্ধ্যা পর্যন্ত।

২ দিন আগে

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাবের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায় করা টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।

২ দিন আগে