
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই দিনে পরপর দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে পাওয়া যায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুহিন হাওলাদারের (২৫) মরদেহ। এরপর বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় অটোচালক মো. রেজাউল (২৮)-এর লাশ।
স্থানীয় সূত্র জানায়, কালাম হাওলাদারের ছেলে তুহিন সোমবার রাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, ওই এলাকায় ডিবি পুলিশের অভিযান চালানোর খবর পেয়ে পালাতে গিয়ে তিনি নদীতে ঝাঁপ দেন। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে।
অন্যদিকে, সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে রেজাউল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকালে অটো নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এর একদিন পর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন বলেন, “সোমবার রাতে লোহালিয়া এলাকায় ডিবির কোনো অভিযান হয়নি। ঘটনাটি আমাদের জানা নেই।”
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “দুইটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই দিনে পরপর দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে পাওয়া যায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুহিন হাওলাদারের (২৫) মরদেহ। এরপর বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় অটোচালক মো. রেজাউল (২৮)-এর লাশ।
স্থানীয় সূত্র জানায়, কালাম হাওলাদারের ছেলে তুহিন সোমবার রাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, ওই এলাকায় ডিবি পুলিশের অভিযান চালানোর খবর পেয়ে পালাতে গিয়ে তিনি নদীতে ঝাঁপ দেন। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে।
অন্যদিকে, সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে রেজাউল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকালে অটো নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এর একদিন পর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন বলেন, “সোমবার রাতে লোহালিয়া এলাকায় ডিবির কোনো অভিযান হয়নি। ঘটনাটি আমাদের জানা নেই।”
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “দুইটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
১৯ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।
২০ ঘণ্টা আগে
হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।
১ দিন আগে
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।
২ দিন আগে