পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে পলাতক শ্বশুর গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি মো. টুলু আলী (৫০)–কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ডোবরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার র‌্যাব–৫, সিপিসি–১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুলু আলীর বাড়ি শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণীর বয়স ১৮ বছর। প্রায় পাঁচ বছর আগে তার বিয়ে হয় টুলু আলীর ছেলে মো. মাসুদ রানার সঙ্গে। বিয়ের পর থেকেই শ্বশুর টুলু আলী তরুণীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। তরুণী বিষয়টি তার স্বামী ও পরিবারের সদস্যদের জানালে আসামির আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

এজাহারে বলা হয়, চলতি বছরের ২ জুন সন্ধ্যায় বাড়িতে স্বামী ও শাশুড়ি না থাকার সুযোগে টুলু আলী তরুণীকে জোর করে চারটি ঘুমের ওষুধ সেবন করান। পরে তরুণী ঘুমিয়ে পড়লে রাতে তাকে ধর্ষণ করেন টুলু। রাত গভীর হলে আবারও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে ৪ জুন তরুণী আশ্রয় নেন তার নানা–নানির বাড়িতে। সেদিনই টুলু আলী তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য সেখানে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন। তবে পরে তার পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ঘটনার পরদিন ভুক্তোভোগী বাদী হয়ে শিবগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোনায় ৫ আসনে দুই ডজন মনোনয়নপ্রত্যাশী বিএনপির

১৮ ঘণ্টা আগে

নড়াইলে মুক্তিযোদ্ধা সংসদ কমিটি বাতিলের দাবি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান আলেক বলেন, তৃণমূল পর্যায়ের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। তা না করে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সমন্বয়ে কমিটি করে নড়াইলে পাঠিয়েছেন।

১ দিন আগে

‘ভুয়া জুলাই শহিদ’ প্রতিবেদনের প্রতিবাদ নড়াইলের শহিদ রবিউলের পরিবারের

সংবাদ সম্মেলনে জুলাই শহিদ রবিউল ইসলামের স্ত্রী সাবরিনা আক্তার বলেন, আমার স্বামী মিথ্যা অপবাদ নিয়ে মৃত্যুবরণ করেছে। এখন তার মৃত্যুর পরও একই অপবাদ পরিবারের ওপর মানসিক যন্ত্রণা হয়ে ফিরে আসছে। আমরা এর ন্যায় বিচার চাই।

১ দিন আগে

‘শেখ হাসিনা সংবিধান নিয়ে পালিয়েছেন’

মনিরা শারমিন বলেন, সংবিধানের প্রথমেই লেখা আছে, সংবিধানের মালিক জনগণ। এ কথা বলে আপনাদের সঙ্গে ধোঁকাবাজি করা হয়েছে। কারণ সংবিধানে আপনার মালিকানা আপনি বুঝে পাননি। এই সংবিধান নাগরিক অধিকার রক্ষা করে না। চব্বিশের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়েছে, সংবিধান নিয়েই পালিয়েছে। এখন বাংলাদেশে কোনো সংবিধান নাই।

১ দিন আগে