দেড় কিলোমিটার সড়কে ৮ গ্রামের বাসিন্দার ভোগান্তি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫৪
নান্দাইলের দরিল্লা-কালিগঞ্জ সড়কের বেহাল দশায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের মাত্র দেড় কিলোমিটার বেহাল সড়কের কারণে আটটি গ্রামের হাজারো বাসিন্দা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, নান্দাইল-তাড়াইল আঞ্চলিক সড়কের পূর্ব দরিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত দিক থেকে শুরু হওয়া এই দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটি রাজগাতী ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিগঞ্জ বাজারের সঙ্গে যুক্ত হয়েছে।

ওই সড়কের সঙ্গে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দরিল্লা, চংভাদেরা, বনাটি, দাসপাড়াসহ আরও কয়েকটি গ্রামের আরও পার্শ্ব রাস্তা যুক্ত । ফলে উত্তর ও দক্ষিণের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়া স্থানীয় সুকাইজুড়ি নদীর ওপর প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করায় সড়কটির গুরুত্ব আরও বেড়ে গেছে।

দরিল্লা গ্রামের অন্তত ১৫-২০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তখন যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটেও চলাচল করা অসম্ভব হয়ে ওঠে। উল্লেখ্য, এই দরিল্লা গ্রামেই দুটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত।

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল খায়ের হিমেল জানান, ২০২৩ সালে সুকাইজুড়ি নদীর ওপর সেতুটি নির্মাণ হওয়ার পর এই সড়কের গুরুত্ব আরও বহুগুণ বেড়ে গেছে। সেতুর দুই পাশে ২০০ মিটার সংযোগ সড়ক তৈরি হলেও, সড়কের বাকি অংশ বেহাল থাকায় মূল্যবান সেতুটি পুরোদমে ব্যবহার করা যাচ্ছে না।

রাজগাতী ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক পদে দায়িত্ব পালন করছেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহসান উল্লাহ। মোবাইল ফোনে গ্রামবাসীর ভোগান্তির কথা জানালে তিনি বলেন, ‘বৃষ্টির পানি নিস্কাশনের ব্যবস্থা ও সড়কে থাকা বড় বড় গর্ত ভরাট করে দিলে আপাতত লোকজন চলাচল করতে পারবে। কিন্ত স্থানীয় লোকজনের মধ্যে চরম মতপার্থক্য থাকায় সেই কাজটা করা সম্ভব হচ্ছে না।’

দরিল্লা গ্রামের ওসমান গণি মাস্টার বলেন, ‘সরকারি কর্তৃপক্ষ যদি দরিল্লা-কালিগঞ্জ সড়কের ভোগান্তির দেড়কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করে দিতেন তাহালে আমাদের অন্তত আটটি গ্রামের হাজারো মানুষের ভোগান্তি দূর হতো।’

Nandail Road Situation News Photo 26-09-2025 (2)
Nandail Road Situation News Photo 26-09-2025 (2)

মো. আশিদ মিয়া নামে এক বাসিন্দা বলেন, ‘আমরার দুর্দশা দূর করার জন্য কেউ নেই। সড়কের বেহাল দশার কারণে আমরা গ্রামবাসীরা মেয়ে বিয়ে দিতে পারছিনা। ছেলে বিয়ে করাতে পারছি না।’

নান্দাইল উপজেলার স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) প্রকৌশলী মো. আবদুল মালেক বিশ্বাস বলেন, ‘দেড় কিলোমিটার সড়ক নির্মাণ কাজের একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়েছে। প্রকল্পটি পাস হলে সড়কের নির্মাণ কাজ শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

সুকাইজুড়ি সেতুর সংযোগ সড়কে ভাঙন

নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দরিল্লা-কালিগঞ্জ বাজার সড়কে নির্মিত সুকাইজুড়ি সেতুর দুপাশের সংযোগ সড়কের কিছু অংশ ভেঙে গর্তে পরিণত হয়েছে। এর ফলে সড়কে বিছানো ইটগুলোও এলোমেলো হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে দরিল্লা-কালিগঞ্জ বাজার সড়কের বেহাল দশার কারণে সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। বর্ষা শেষে যানবাহন চলাচল শুরু হলে ভাঙা সংযোগ সড়কের কারণে দুর্ভোগ শুরু হবে বলে স্থানীয়রা মনে করেন।

এ বিষয়ে এলজিইডি প্রকৌশলী মো. আবদুল মালেক বিশ্বাস বলেন, বৃষ্টি শেষ হওয়ার পর সংযোগ সড়কের ভাঙা অংশটুকু মেরামত করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রবাসীর মার্কেটসহ আ.লীগ নেতাকর্মীদের প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ

এলাকাবাসী জানায়, বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আ.লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী আসলাম আহমেদ খানের বাড়ির পাশে মার্কেট, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী নূরে আলমের রড-সিমেন্ট ও টিনসিডের দোকান এবং সাহতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক

১ দিন আগে

স্কুলছাত্রী ধর্ষণ: খাগড়াছড়িতে জুম্ম ছাত্রদের সড়ক অবরোধ

১ দিন আগে

সিলেটে রাস্তায় হকার বসলেই অ্যাকশন : ডিসি সারোয়ার

এর আগেও হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়ে সফল না হওয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি এটা তাদের জন্য একটি বোনাস। সিটি করপোরেশনের এ জায়গা আছে বলেই আমরা তাদের দিতে পারছি, জায়গাটি না থাকলেও হকারদের সড়ক ছাড়তে হতো। ফলে রাস্তায় ব্যবসা করার কোনো সুযোগ নেই। এখানে না

৩ দিন আগে

লালমনিরহাটে রাকাবের জোনাল অফিসে আজও পরিস্থিতি ছিল থমথমে

জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় জোনাল শাখায় কর্মরত প্রিন্সিপাল অফিসার আজমীর হোসেন দপ্তরে এসে দেখতে পান দপ্তরের প্রধান ফটকে তালা লাগানো। তিনি দপ্তরের প্রহরী আল আমিনকে তালা খুলতে বলেন। এ নিয়ে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

৩ দিন আগে