রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বেসরকারি শিক্ষায় ফি নেওয়ার নীতিমালা থাকা উচিত

রাজশাহী ব্যুরো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেসরকারি প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কীভাবে ফি নেওয়া হবে—সে বিষয়ে সরকারের একটি সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত। তিনি বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা নেই, যা থাকাটা প্রয়োজন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক বিধান রঞ্জন বলেন, “কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চালাতে কোনো বাধা নেই। তবে এসব প্রতিষ্ঠান যেন ইচ্ছেমতো ফি আদায় করতে না পারে, সে জন্য একটি নির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। পাশাপাশি তাদের পাঠ্যসূচিও সরকারের নিয়ন্ত্রণাধীন হওয়া উচিত।”

তিনি আরও বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন ও বাধ্যতামূলক ঘোষণা করেছে। ফলে প্রাথমিক শিক্ষার মূল দায়িত্ব সরকারের হলেও বেসরকারি উদ্যোগে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমেও সরকারের নজরদারি থাকা জরুরি।

এ সময় উপদেষ্টা জানান, বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি রেজিস্ট্রেশন-ভিত্তিক নীতিমালা রয়েছে। তবে এখনো সব প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন নেয়নি। সরকার চায়, সব প্রতিষ্ঠানকে এই ব্যবস্থার আওতায় আনতে, যাতে তারা কী পড়াবে, কীভাবে পরিচালিত হবে—এসব বিষয়ে সরকার নির্দেশনা দিতে পারে।

সভায় বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে নীতিমালার আওতায় আনার পরামর্শ দেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় পাঠ্যবই নিশ্চিতকরণ, শিক্ষকদের টিচার্স গাইড অনুসরণ, উপবৃত্তির টাকা সহজে প্রাপ্তি, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, আঞ্চলিক ছুটি, পরীক্ষার ফি ও সমাপনী পরীক্ষা সংক্রান্ত নানা সুপারিশ উঠে আসে।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন। সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী ইন্সট্রাক্টরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৭২৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায় বেচাকেনা হয়েছে।

২০ ঘণ্টা আগে

তিস্তাপাড়ে পাঁচ জেলায় এক লাখ মানুষ পানিবন্দি

ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়ে উত্তরের পাঁচ জেলা—লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

১ দিন আগে

নেত্রকোণায় বিরোধের জেরে কৃষক খুন

নেত্রকোণার মদন উপজেলায় পূর্ব বিরোধের জেরে হারুন চৌধুরী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।

১ দিন আগে

নড়াইলে ১৫০ বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজার মেলা

স্থানীয়রা জানান, লক্ষ্মী পূজার দিনে নদীতে গঙ্গাস্নান করলে পাপমোচন হয় এবং পূজা দিলে মনোবাসনা পূরণ হয়। এক সময় এখানে যাত্রা, সার্কাস, পুতুলনাচ থাকলেও এখন তা বদলে জায়গা নিয়েছে আধুনিক রাইড ও বিনোদনের নানা আয়োজন।

১ দিন আগে