ঈদে বেনাপোলে টানা ১০ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দরের কার্গে ইয়ার্ড। রাজনীতি ডটকম ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিন বন্ধ থাকবে দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মঙ্গলবার (৩ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন।

সাজেদুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০ দিন ভারত থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন (রোববার) সকাল থেকে ভারত থেকে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম সচল হবে।

সাজেদুর রহমান আরও জানান, বৃহস্পতিবার থেকে বন্ধের ঘোষণা থাকলেও বুধবার (৪ জুন) বিকেল থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাবে। কারণ কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ির পথে রওয়ানা দেবেন।

বন্দর সূত্র জানিয়েছে, ঈদুল আজহায় সরকার ১০ দিন ছুটি ঘোষণা করেছে। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে। তবে এই সময়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

১০ দিন বন্ধের পর ১৫ জুন সকাল থেকে আমদানি-রপ্তানিসহ কাস্টমস হাউজ ও বন্দরে পণ্য খালাসের স্বাভাবিক কার্যক্রম চলবে।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৫ থেকে ১৪ জুন (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে নির্দেশনা দিয়েছে। ঈদের ছুটিতেও খোলা রাখতে বলেছে সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন।

তবে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন এ আদেশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন সংশয় প্রকাশ করেছেন। তারা বলছেন, ঈদের আগে-পরে ছয় দিন পণ্য পরিবহনে ট্রাক চলাচল বন্ধ থাকবে। ব্যবসায়ী ও দোকানের শ্রমিকরা আবার গ্রামের বাড়িতে যাবেন ঈদ করতে। দোকানপাট বন্ধ থাকবে। তারা এ সময় কোনো পণ্য ডেলিভারি নেবে না।

সংশ্লিষ্টরা জানান, দেশে সচল ১২টি স্থলবন্দরের মধ্যে সবচেয়ে বড় আর বেশি রাজস্ব আদায়কারী বেনাপোল স্থলবন্দর। স্থল পথে পণ্য আমদানির ৯০ শতাংশ হয়ে থাকে এই বন্দর দিয়ে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চার থেকে সাড়ে চার শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে থাকে। প্রতিবছর এ বন্দর থেকে সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব আসে।

বন্দর ব্যবহারকারীরা বলছেন, এমনিতেই বেনাপোল বন্দরে পণ্যজট লেগেই আছে। একটানা ১০ দিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি চালু হলে পণ্যজট আরও বাড়বে। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এর প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, ঈদের ছুটির মধ্যে বন্দরে যেন কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা রাতদিন বন্দর এলাকায় টহল দেবে। পাশাপাশি বেনাপোল বন্দর থানা কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

ঈদের ছুটির মধ্যে কোনো আমদানিকারক পণ্য খালাস নিতে চাইলে সে বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান শামীম হোসেন।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে, সে জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ঈদুল আজহার ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারীযাত্রীদের যাতায়াত। এ সময় একটু বেশি ভিড় থাকে। সে কারণে ইমিগ্রেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাপের কামড়ে প্রাণ গেল ইজিবাইকের চালকের

১ দিন আগে

হঠাৎ ঝড়ে ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড, পান বরজের ব্যাপক ক্ষতি

ঝড়ের কবলে পড়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ঝড়ের পর গাছে চাপা পড়ে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর দুটি, নুরুল ইসলামের একটি, আব্দুর রহিমের দুটি, আবু সিদ্দিকের একটি ও ইদ্রিস আলীর দুটি এবং সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের রিপনের দুটি, শাহ্ নেওয়াজের একটি ও সিরাজুল ইসলামের একটি বসতঘর ভেঙে গেছে

১ দিন আগে

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১ দিন আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১ দিন আগে