জঙ্গি কায়দায় হামলা করেছে আ.লীগ: নাহিদ

খুলনা ব্যুরো
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০০: ১৯
বুধবার রাতে খুলনায় সংবাদ সম্মেলন করেছে এনসিপি। ছবি: রাজনীতি ডটকম

‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলাকারীদের গ্রেপ্তারে তিনি সরকারকে ২৪ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা কোন দিন কোন জেলায় যাব, এটা আগে থেকেই ঠিক করা ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা গোপালগঞ্জে আমাদের ওপর হামলা করেছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করে তারা।’

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর এ দিন সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গাড়িবহর নিয়ে তিনি খুলনা শহরে পৌঁছান।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গোপালগঞ্জের মানুষের সমস্যার কথা শুনতে গিয়েছিলাম। সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টির ভাবনা কী, তা জানাতে গিয়েছিলাম। সমাবেশ সফল হয়েছে।’

তিনি বলেন, ‘সেখান থেকে আমরা মাদারীপুরের দিকে যাওয়ার সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়।’

এনসিপি আহ্বায়ক নাহিদ বলেন, ‘এরা (আওয়ামী লীগ) যে জঙ্গিতে রূপান্তরিত হয়েছে, তা দেশবাসীর কাছে আজ স্পষ্ট হয়েছে। ৫ আগস্টের পর গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। নিষিদ্ধঘোষিত সংগঠনসহ যাদের নামে মামলা হয়েছে, তারা সবাই গোপালগঞ্জে ছিলেন।’

বুধবার গোপালগঞ্জের পাশাপাশি মাদারীপুর ও শরীয়তপুরেও এনসিপির পথসভা ছিল। গোপালগঞ্জের পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে বলে জানান নাহিদ। বলেন, বৃহস্পতিবার ফরিদপুরের পূর্বনির্ধারিত কর্মসূচি বহাল থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার সারা দেশেই বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।

নাহিদ বলেন, ৬৪ জেলাতেই পথসভা করবে এনসিপি। যত বাধাবিপত্তি বা হত্যাচেষ্টা যাই চলুক না কেন, এনসিপির পথসভা থামাবে না।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার এনসিপির পথসভা ঘিরে গোপালগঞ্জে দিনভর হামলা-সংঘর্ষ ঘটে। সকালে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলার ঘটনা ঘটান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর দেড়টার দিকে হামলা হয় পৌরপার্কে এনসিপির সমাবেশস্থলে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সংক্ষিপ্ত সময়ে সমাবেশ করে এনসিপি। তবে সমবেশ শেষে ফেরার সময় দলটির নেতারা ফের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাধা মুখে পড়েন। লাঠিসোঁটা নিয়ে হামলা হয় এনসিপির নেতাকর্মীদের ওপর।

উদ্ভূত পরিস্থিতিতে এনসিপি নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। সন্ধ্যার আগে আগে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় তারা গোপালগঞ্জ ত্যাগ করেন।

এর মধ্যে গোটা গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। তবে হামলাকারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেত্কর্মীদের সঙ্গে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ছাড়াও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দিনভর সংঘর্ষে চারজন নিহত হয়েছেন বলে তথ্য মিলেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রাবির ৩ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

‘জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জানান, ৫ আগস্টের হামলার ঘটনায় ৪০ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ খবর পেয়ে বাকীরা পালিয়েছে। পুলিশ এবং বিশ্ববি

২০ ঘণ্টা আগে

গোপালগঞ্জের সাধারণ মানুষকে যেন হেনস্তা করা না হয়, সরকারকে নাহিদ

নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। সরকারের কাছে আহ্বান জানাতে চাই, গোপালগঞ্জের একজন সাধারণ মানুষকেও যেন হেনস্তা করা না হয়। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে।’

২০ ঘণ্টা আগে

শিক্ষা সহায়তা দিয়ে ‘জুলাই যোদ্ধা’র পাশে রুয়েট

‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এক সাহসী ছাত্রের পাশে দাঁড়িয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া শিক্ষার্থী কৌশিক ইসলাম অপূর্বকে শিক্ষা সহায়তা হিসেবে এক লাখ টাকার চেক প্রদান করেছে রুয়েট পরিবার।

২০ ঘণ্টা আগে

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এ নিয়ে গতকাল থেকে এখন পর্যন্ত

১ দিন আগে