উৎপাদনের নতুন রেকর্ড গড়ল রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

বাসস

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি) গত নভেম্বর মাসে ৭শ’ মিলিয়ন ইউনিট (এমইউ) বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

এটি বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে সর্বোচ্চ মাসিক উৎপাদন। এই ঐতিহাসিক অর্জন এমএসটিপিপির অসাধারণ কার্যকারিতা ও নিরবচ্ছিন্ন সক্ষমতার প্রতীক।

সোমবার বিআইএফপিসিএল-এর দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, পুরো মাসে এমএসটিপিপি জাতীয় গ্রিডে ধারাবাহিকভাবে বিদ্যুৎ সরবরাহ করেছে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ দশমিক ৫ শতাংশ। এর ফলে এটি দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

এই মাইলফলক বিদ্যুৎকেন্দ্রটির উন্নত শিল্প সক্ষমতা, দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনা, এবং সুচিন্তিত আর্থিক ও কার্যক্রম পরিকল্পনারও প্রতিফলন।

বিবৃতিতে আরও বলা হয়, এমএসটিপিপি নিয়মিতভাবে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৮ শতাংশ সরবরাহ করে আসছে।

অবিচল কর্মদক্ষতা ও নির্ভরযোগ্যতার মাধ্যমে এমএসটিপিপি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা দেশের শিল্প, গৃহস্থালি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচন পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে ব্যাংকিং খাতে কোনো শূন্যতা বা প্রশাসনিক বিঘ্ন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৬ দিন আগে

ডিএসইতে সূচক বেড়েছে, লেনদেনে গতি

লেনদেনে আজ উল্লেখযোগ্য গতি লক্ষ্য করা গেছে। আজ মোট ২ লাখ ৯ হাজার ৩৭৪টি ট্রেডের মাধ্যমে মোট ২৩ কোটি ৯৪ লাখ ৫ হাজার ৫০৫টি শেয়ার ও ইউনিটের হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৬৩৫ কোটি ৯৫ লাখ এক হাজার ১১৩ টাকা। আজ দিন শেষে মোট ৩৯১টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫৯টির দাম বৃদ্ধি পেয়েছে, কমেছ

৮ দিন আগে

রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ল ৫৩ হাজার কোটি টাকা

রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ল ৫৩ হাজার কোটি টাকা ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫৩ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরের শুরুতে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা, যা সংশোধ

৮ দিন আগে

নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে ভাবনা নেই : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা বলেন, ‘জাতীয় নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তবে নির্বাচন এবং গণভোটের বাজেট নিয়ে চিন্তার কিছু নেই। তপসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে।’

৮ দিন আগে