পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাড়তি পণ্যের দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রোজাকে সামনে রেখে বাজারে প্রতিটি পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে বিপাকে পড়েছে স্থির আয়ের মানুষ।

সপ্তাহের ব্যবধানে হালিতে ২০ টাকার বেশি বেড়েছে লেবুর দাম। ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেশি নেওয়ায় স্বস্তিতে নেই নিম্নবিত্তরা।

এদিকে বাজার তদারকিতে নেমে শিগগিরই শৃঙ্খলা ফেরার আশা প্রকাশ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আর দাম সহনীয় রাখার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের।

সপ্তাহ না ঘুরতেই মুরগির দাম বাড়ল কেজিতে ৩০ টাকাসপ্তাহ না ঘুরতেই মুরগির দাম বাড়ল কেজিতে ৩০ টাকা

লেবুর হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অথচ এক সপ্তাহ আগেও এক হালি লেবু কিনতে ভোক্তার খরচ ছিল ৩০ থেকে ৪০ টাকা। বেড়েছে বেগুন ও শসার দামও। ব্রয়লার মুরগিতেও ২০ থেকে ৩০ টাকা বেশি নিচ্ছে বিক্রেতারা।

রাজধানীর শান্তিনগর বাজারে আসা এক ক্রেতা হতাশা প্রকাশ করে বলেন, ‘আগের তুলনায় কিন্তু এখন সব কিছুর দাম বেশি। আগে আলু ছিল ৩০ টাকা। এখন ৩৫ থেকে ৪০ হয়ে গেছে। সরকার যদি দুই একদিন পরপর একটু তদারকি করে তাহলে বাজার নিয়ন্ত্রণ হবে।’

রোজা সামনে রেখে অতি লাভের প্রতিযোগিতা বাজারেরোজা সামনে রেখে অতি লাভের প্রতিযোগিতা বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মাঠে নেমেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

সকালে শান্তিনগর বাজারে গিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু প্রকাশ করেন, শিগগিরিই বাজারে শৃঙ্খলা ফিরবে।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘যেখানে আমরা সমস্যা দেখছি ব্যবস্থা নিচ্ছি। আমরা ছোটাছুটি করছি। এই সাপ্লাই চেইনে যেখানে যেখানে আমাদের মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের যাওয়া দরকার সেখানে আমরা পরিকল্পিতভাবে যাচ্ছি। গিয়ে সেখান থেকে কিছু সমস্যা নিয়ে আসতেছি। এটার ব্যবস্থাও আমরা নিচ্ছি।’

পণ্যের দাম ভোক্তাদের নাগালে রাখতে এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে ব্যবস্থার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামানের।

ঢাকায় যেসব স্থানে কম দামে মিলবে গরুর মাংসঢাকায় যেসব স্থানে কম দামে মিলবে গরুর মাংস

ভোক্তার মহাপরিচালক বলেন, ‘সাপ্লাইয়ে কোনো সমস্যা নেই। আপনারা প্রতিটি মার্কেটে যাবেন, প্রচুর পরিমাণে পণ্য আছে। সমস্যাটা হয়ে গেছে বিপণন ব্যবস্থার সমস্যা। বলা হয় অনেকেই মজুত করে সাপ্লাইটাকে ধরে রেখে মূল্যটা বাড়িয়ে দেয়। এ কারণেই কিন্তু আমরা কাজ করছি।’

এদিকে, রমজান উপলক্ষ্যে রাজধানীর ৩০টি স্থানে কম দামে দুধ, ডিম, মাংস ও মাছ বিক্রি শুরু করেছে মৎস ও প্রাণী সম্পদ অধিদপ্তর।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস

ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার এক আদেশের মাধ্যমে ৩১ ডিসেম্বর থেকে বৃদ্ধি করে আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করে এনবিআর।

৪ দিন আগে

ফের বাড়ল সোনার দাম

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

৫ দিন আগে

শনিবার খোলা থাকবে ব্যাংক

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা থাকবে।

৮ দিন আগে

রমজানে খেজুরের দাম কমাতে শুল্ক ছাড়

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই শুল্ক ছাড় ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

৮ দিন আগে