এনসিপি ছেড়ে ২ সপ্তাহ পর বিএনপিতে মীর আরশাদুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৪
বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ২ সপ্তাহ পর দলটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

এ দিন দুপুর ২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির এই সাবেক নেতা। এরপর তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

এ সময় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর মীর আরশাদুল হক নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নির্বাচন থেকেও সরে দাঁড়ান।

পদত্যাগের কারণ হিসেবে তিনি ওই পোস্টে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে এনসিপি ব্যর্থ হয়েছে এবং দলটি বর্তমানে ‘ভুল পথে’ পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই।’

ফেসবুক পোস্টে এনসিপির এই সাবেক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অন্যান্য দল যখন ধর্ম ও পপুলিজমকে পুঁজি করছে, তখন তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ নিয়ে একটি ‘ক্লিয়ার ভিশন’ জাতির সামনে তুলে ধরেছেন। তারেক রহমানের এই ‘স্মার্ট অ্যাপ্রোচ’-এ আকৃষ্ট হয়েই তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এ ছাড়া তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পপুলিজম বা হুজুগে প্রভাবিত না হয়ে দেশের সামগ্রিক স্বার্থে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সবার এগিয়ে আসা উচিত।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন তারেক রহমান: নাসীরুদ্দীন

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান কড়াইলের বস্তিতে ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা তিনি করতে পারেন না। নির্বাচন কমিশন এ বিষয়ে নিশ্চুপ, কেউ কথা বলছে না। তাহলে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করবে? তারেক রহমানের ক্ষেত্রে এক নীতি, অন্যদের ক্ষেত্রে আরেক নীতি।’

২ ঘণ্টা আগে

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: মাহদী আমিন

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এক প্রশ্নের জবাবে বলেন, 'আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা বিশ্বাস করি যদি সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থে মূল্যায়িত হয়, তা হলে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে।'

২ ঘণ্টা আগে

ত্রয়োদশে ৬৩ আসনে লড়ছেন সিপিবি প্রার্থীরা

সিপিবির প্রার্থী তালিকায় দলটির বাইরের চারজন প্রার্থীও রয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ-১ আসনে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আজহারুল ইসলাম আজাদ ও মাদারীপুর-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া সিপিবি-সমর্থিত প্রার্থী নিরব রবি দাস ও শিপন রবি দাস যথাক্রমে গাইবান্ধা-৫

১৯ ঘণ্টা আগে

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করুন : সিপিবি

এর আগে অস্থায়ী বেদীতে সিপিবিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়। সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান প্রমুখ।

১ দিন আগে