বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৮: ০৩
বুধবার বিকেলে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। ছবি: সংগৃহীত

সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

আসন্ন জাতীয় নির্বাচনে পাবনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক আবু সাইয়িদ। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে।

বিএনপিতে যোগ দেওয়ার কারণ সম্পর্কে আবু সাইয়িদ রাজনীতি ডটকমকে বলেন, ‘জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উগ্রবাদ মোকাবেলা ও প্রতিরোধের জন্য আমি বিএনপিতে যোগদান করেছি।’

‘যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী। আসনটিতে রীতিমতো প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে আমি মনে করছি, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রোধে বিএনপিতে যোগদানের বিকল্প নেই,’— বলেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদে অধ্যাপক আবু সাইয়িদ আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীনই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এরপর তিনি গণফোরামে যোগ দেন। গত কয়েক বছর ধরে ৮২ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শুধু ভাইদের নয়, মা-বোনদের গায়েও হামলা করেছে বিএনপির লোকেরা

জামায়াত আমির বলেন, ‘তারা গতকাল শুধু ভাইদের গায়ে নয়, আমাদের মা বোনদের গায়েও হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? তাদের ঘরে কি মা-বোন নেই? আমরা আর এ ধরনের নোংরা অবস্থা দেখতে চাই না।’

৩ ঘণ্টা আগে

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন তারেক রহমান: নাসীরুদ্দীন

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান কড়াইলের বস্তিতে ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা তিনি করতে পারেন না। নির্বাচন কমিশন এ বিষয়ে নিশ্চুপ, কেউ কথা বলছে না। তাহলে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করবে? তারেক রহমানের ক্ষেত্রে এক নীতি, অন্যদের ক্ষেত্রে আরেক নীতি।’

৪ ঘণ্টা আগে

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: মাহদী আমিন

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এক প্রশ্নের জবাবে বলেন, 'আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা বিশ্বাস করি যদি সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থে মূল্যায়িত হয়, তা হলে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে।'

৪ ঘণ্টা আগে

ত্রয়োদশে ৬৩ আসনে লড়ছেন সিপিবি প্রার্থীরা

সিপিবির প্রার্থী তালিকায় দলটির বাইরের চারজন প্রার্থীও রয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ-১ আসনে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আজহারুল ইসলাম আজাদ ও মাদারীপুর-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া সিপিবি-সমর্থিত প্রার্থী নিরব রবি দাস ও শিপন রবি দাস যথাক্রমে গাইবান্ধা-৫

২০ ঘণ্টা আগে