৪১ পদে ভোট, কত সময় লাগছে একেকজন ভোটারের?

ঢাবি প্রতিনিধি
টিএসসি ভোটকেন্দ্রে রোকেয়া হলের ভোটারদের দীর্ঘ লাইন। ছবি: ফোকাস বাংলা

ডাকসু নির্বাচনে ২৮টি, এর সঙ্গে হল সংসদে আরও ১৩টি— সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলমান ভোট উৎসবে একেকজন ভোটারকে দিতে হচ্ছে ৪১টি করে ভোট। এতগুলো করে ভোট দিতে একেকজন ভোটারের কতক্ষণ করে সময় লাগছে? নির্বাচন কমিশন যে একেকজন ভোটারের জন্য গড়ে ১০ মিনিট করে সময় হিসাব করেছে, সে সময়ের মধ্যে ভোট দেওয়া সম্ভব হচ্ছে?

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ থেকে ৮ মিনিটের মধ্যেই তারা গোটা ভোট প্রদান প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারছেন।

ভোটাররা বলছেন, কোন পদে কাকে ভোট দেবেন সেটি আগে থেকেই ঠিক করা থাকলে ভোট দিতে খুব একটা বেগ পেতে হচ্ছে না, সময়ও লাগছে কম। সেটি ৬ মিনিটের মধ্যেই শেষ করা সম্ভব হচ্ছে। বুথে গিয়ে প্রার্থী নির্ধারণ করে ভোট দিতে সময় লাগছে একটু বেশি। তবে সেটিও ৮ মিনিটের বেশি নয় বলেই জানাচ্ছেন ভোটাররা।

বিজয় ৭১ হলের আবাসিক শিক্ষার্থী তরিকুল ইসলাম রাজনীতি ডটকমকে বলেন, আমার ভোট দিতে ৬-৭ মিনিট লেগেছে। দুয়েকজনের কাছে শুনেছি, ৭-৮ মিনিট করে লাগছে। আমার মনে হয় না এর চেয়ে বেশি সময় কারও লাগছে ভোট দিতে।

ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশন বলছে, তারা একেকজন ভোটারের ভোট দিতে গড়ে ১০ মিনিট করে সময় হিসাব করেছে। এই সময়ের মধ্যে ভোটাররা ভোট দিতে পারলে নির্ধারিত সময়ের মধ্যে সব ভোটার ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশনের হিসাবকে যৌক্তিকই মনে করছেন হাজী মুহাম্মদ মুহসিন হলের আবাসিক শিক্ষার্থী মামুন সরকার।

রাজনীতি ডটকমকে তিনি বলেন, পদ সংখ্যা অনেক হলেও সবাই কমবেশি আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন কোন পদে কাকে ভোট দেবেন। সেক্ষেত্রে ভোট দিতে খুব বেশি যে সময় লাগছে, তেমন না। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা ভোট দিতে পারছি। ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হয়নি আমাকে। অন্য কারও কাছ থেকেও সমস্যার কথা শুনিনি।

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের টিএসসি ভোটকেন্দ্রে প্রথম ঘণ্টায় ৭৬০টির মতো ভোট পড়েছিল বলে জানিয়েছেন কেন্দ্রপ্রধান অধ্যাপক নাসরিন সুলতানা। কেন্দ্রটিতে ভোটার রয়েছেন পাঁচ হাজার ৬৬৫ জন।

নাসরিন সুলতানা বলেন, ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রথম ঘণ্টায় একেকটি বুথে গড়ে ৪০ জন করে ভোট দিয়েছে। সে হিসাবে এক ঘণ্টায় ৭৬০টির মতো ভোট পড়েছে বলে মনে করছি। এমন গতি অব্যাহত থাকলে বিকেল ৪টার আগেই ভোট গ্রহণ শেষ হবে বলে মনে করছি।

নাসরিন সুলতানার প্রথম ঘণ্টার ভোটের তথ্য হিসাব করলে দেখা যায়, আট ঘণ্টায় ছয় হাজারের বেশি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, যা এই কেন্দ্রের মোট ভোটারের চেয়ে বেশি।

ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৪০ হাজার। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী হয়েছেন। অন্যদিকে ১৮টি হলের প্রতিটিতে ১৩টি করে পদের বিপরীতে মোট এক হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি। আইডিএফ বলেছে, “ইসরায়েলের ওপর ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী, এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী

৯ ঘণ্টা আগে

ভোট গণনায় কারচুপি হলে প্রতিরোধের ঘোষণা ছাত্রদল-বাগছাসের

এরপর বেশির ভাগ কেন্দ্রেই ভোট গণনা শুরু হতে হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় লেগেছে। কেন এত দেরি হয়েছে ভোট গণনা শুরু করতে, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব মেলেনি।

৯ ঘণ্টা আগে

ডাকসু ভোটের প্রতিক্রিয়া জানালেন সারজিস

তিনি লিখেন, ‘ভোট গণনা চলছে, এরপরই ফলাফল। শিক্ষার্থীরাসহ সারা দেশ এই ফলাফলের দিকে তাকিয়ে আছে। একটা অভ্যুত্থানের ফসল এই ডাকসু। শুধু রাজনৈতিক কামড়াকামড়ি আর জেতা-হারার ভয়ে ডাকসুটা যেন নষ্ট না হয়। যদি এটা হয়, তাহলে যাদের কারণে এটা হবে তারা এর দায় কখনো এড়াতে পারবে না এবং এই দায়ের বোঝা নিয়ে সামনে

১০ ঘণ্টা আগে

ঢাবি প্রশাসন ‘জামায়াতি’— ভিসির কাছে অভিযোগ ছাত্রদলের

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যকে বলেন, ‘আমরা আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে ‘জামায়াতি প্রশাসন’ হিসেবে আখ্যা দিলাম। আমরা আজ থেকে আপনাদের বিষয়ে কোনো সহযোগিতা করবো না। যদি আপনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা আর আপনাকে কোনো সহযোগিতা করবো না।’

১০ ঘণ্টা আগে