ডাকসু নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: চিফ রিটার্নিং অফিসার

ঢাবি প্রতিনিধি
অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসব অপপ্রচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে মন্তব্য করে তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছেন সবার প্রতি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দপ্তর থেকে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

বিবৃতিতে অধ্যাপক জসীম বলেন, গত ৯ সেপ্টেম্বর অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা তদন্তসাপেক্ষে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রায় সবাই একবাক্যে এবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বলেছেন। দেশ-বিদেশের সব মহলে এ নির্বাচন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, এ ধরনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের ইতিহাসে বিরল। এ নির্বাচন কালের সাক্ষী হয়ে থাকবে। অথচ কিছু অনলাইন অ্যাকটিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ নির্বাচন সংক্রান্ত অলীক তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নিশ্চিতভাবে নষ্ট করছে।

এ পরিস্থিতিতে এ ধরনের অপপ্রচারে কান না দিতে এবং যেকোনো তথ্য গ্রহণ করার আগে যাচাই করার অনুরোধ জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আফগানিস্তান সফরে মামুনুল হক, দেখবেন নারী ও মানবাধিকার পরিস্থিতি

খেলাফত মজলিস বলছে, দলীয় কোনো সফর নয় এটি। তবে সফরে বিশেষভাবে আফগানিস্তানে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গে বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন সফরকারীরা।

১ দিন আগে

দিনভর কর্মসূচিতে কী বার্তা দিলো ইসলামি দলগুলো

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থাতেই রাজপথে আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামীসহ সাতটি ইসলামি দল। দিনভর মিছিল-সমাবেশে বিভিন্ন ইস্যুতে সরকারকে নিষ্ক্রিয় অভিহিত করে কঠোর সমালোচনা করেছেন এসব দলের নেতারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তা

১ দিন আগে

ইসলামী দলগুলোর কর্মসূচি অহেতুক চাপ তৈরির জন্য: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, জামায়াতসহ ইসলামী দলগুলোর এই কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। আলোচনা চলছিল, চলছে। এ অবস্থায় এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক চাপ তৈরির চেষ্টা করা।

১ দিন আগে

পিআর পদ্ধতির ব্যাপারে গণভোট দিন: ফয়জুল করীম

‘জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা, এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে এই কমর্সূচির আয়োজন করে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।

১ দিন আগে