ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ইস্যুতে তদন্ত চলছে: নির্বাচন কমিশন

ঢাবি প্রতিনিধি
ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার পর ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলছেন একজন ভোটার। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ব্যালট পেপার ছাপানো নিয়ে অনিয়মের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন এ নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন। এ নির্বাচন ঘিরে ওঠা অভিযোগের মধ্যে ১৫টির জবাব এরই মধ্যে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিজ্ঞপ্তিটি গণামধ্যমে পাঠানো হয়েছে।

এর আগে এ দিন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের এক অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে উঠে এসেছে, নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে অরক্ষিত পরিবেশে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপা হয়েছে। ব্যালট পেপারের সংখ্যাতেও পাওয়া গেছে গরমিল।

এর আগে ছাত্র সংগঠনগুলোসহ ডাকসু নির্বাচনের প্রার্থীরাও ব্যালট ছাপানোর প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ করে আসছিলেন। তবে নির্বাচন কমিশন বারবারই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে উন্নত মানের ছাপাখানায় ব্যালট পেপার ছাপানো হয়েছে।

টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনের পর ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞপ্তিতে বলেন, ব্যালট পেপার সংক্রান্ত যে অভিযোগটি উঠেছে, তা কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এরই মধ্যে এ বিষয়ে অধিকতর তদন্তের কাজ চলমান রয়েছে। শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশন সব বিষয়ে বিস্তারিত উত্তর দেবে।

ডাকসু নির্বাচন ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রার্থী এর আগে আরও অনেক অভিযোগ তুলেছেন। ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১১টি অভিযোগ উত্থাপন করা হয়েছে। ১২টি অভিযোগ উত্থাপন করেছে ছাত্র ইউনিয়ন।

এসব প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-পরবর্তী বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়গুলো নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তারই ধারাবাহিকতায় গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে বৃহস্পতিবার লিখিত জবাব দেওয়া হয়েছে। বাকি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়েও ক্রমান্বয়ে জবাব দেওয়া হবে।

এদিকে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বিক্ষোভও শুরু করেছেন। ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে তারা মিছিল করে স্লোগান দিয়েছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হামলাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার

মামলায় দুজনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা নাম দেখিয়ে মামলা করা হয়েছে। আখতারের অভিযোগ, ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে হেনস্তা করার চেষ্টা করছে।

১৪ ঘণ্টা আগে

আ.লীগ পুনর্বাসনে জামায়াতের ইন্ধন রয়েছে : রিজভী

তিনি বলেন, ‘জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ভারতের সঙ্গে সম্পর্ক তৈরির যে বক্তব্য দিয়েছেন, সেটি উদ্বেগজনক। আওয়ামী লীগকে পুনর্বাসনের আগ্রহ এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া জামায়াতের ভিন্ন উদ্দেশ্যের ইঙ্গিত বহন করছে।’

১৪ ঘণ্টা আগে

দেশকে অস্থিতিশীল করতে পিআর চাওয়া হচ্ছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

দ্রুতই বিএনপি মনোনয়ন চূড়ান্ত করবে: ডা. জাহিদ

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে খুব দ্রুতই মনোনয়ন চূড়ান্ত করা হবে।

১৬ ঘণ্টা আগে