ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ইস্যুতে তদন্ত চলছে: নির্বাচন কমিশন

ঢাবি প্রতিনিধি
ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার পর ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলছেন একজন ভোটার। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ব্যালট পেপার ছাপানো নিয়ে অনিয়মের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন এ নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন। এ নির্বাচন ঘিরে ওঠা অভিযোগের মধ্যে ১৫টির জবাব এরই মধ্যে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিজ্ঞপ্তিটি গণামধ্যমে পাঠানো হয়েছে।

এর আগে এ দিন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের এক অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে উঠে এসেছে, নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে অরক্ষিত পরিবেশে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপা হয়েছে। ব্যালট পেপারের সংখ্যাতেও পাওয়া গেছে গরমিল।

এর আগে ছাত্র সংগঠনগুলোসহ ডাকসু নির্বাচনের প্রার্থীরাও ব্যালট ছাপানোর প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ করে আসছিলেন। তবে নির্বাচন কমিশন বারবারই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে উন্নত মানের ছাপাখানায় ব্যালট পেপার ছাপানো হয়েছে।

টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনের পর ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞপ্তিতে বলেন, ব্যালট পেপার সংক্রান্ত যে অভিযোগটি উঠেছে, তা কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এরই মধ্যে এ বিষয়ে অধিকতর তদন্তের কাজ চলমান রয়েছে। শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশন সব বিষয়ে বিস্তারিত উত্তর দেবে।

ডাকসু নির্বাচন ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রার্থী এর আগে আরও অনেক অভিযোগ তুলেছেন। ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১১টি অভিযোগ উত্থাপন করা হয়েছে। ১২টি অভিযোগ উত্থাপন করেছে ছাত্র ইউনিয়ন।

এসব প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-পরবর্তী বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়গুলো নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তারই ধারাবাহিকতায় গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে বৃহস্পতিবার লিখিত জবাব দেওয়া হয়েছে। বাকি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়েও ক্রমান্বয়ে জবাব দেওয়া হবে।

এদিকে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বিক্ষোভও শুরু করেছেন। ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে তারা মিছিল করে স্লোগান দিয়েছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

তিনি বলেন, ম্যাডামের চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো নিয়ে বোর্ডের পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন আশা করে ভুটান: ফখরুল

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ নভেম্বর) রাত ৮ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাক্ষাতে

১৭ ঘণ্টা আগে

তুলির প্রার্থিতায় বিক্ষোভ, এস এ খালেকের ছেলে সাজুকে শোকজ

তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় কর্মী সমর্থকরা একাধিকবার বিক্ষোভ করেছে। এমন পরিস্থিতিতে সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। তার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে

ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের জন্য স্থায়ী ভাতা: তারেক রহমান

তিনি বলেন, বিএনপি সবসময় ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার আছে। ইসলামের মৌলিক বিষয় নিয়ে বিএনপি কখনো আপোষ করেনি।

১৯ ঘণ্টা আগে