ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ইস্যুতে তদন্ত চলছে: নির্বাচন কমিশন

ঢাবি প্রতিনিধি
ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার পর ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলছেন একজন ভোটার। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ব্যালট পেপার ছাপানো নিয়ে অনিয়মের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন এ নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন। এ নির্বাচন ঘিরে ওঠা অভিযোগের মধ্যে ১৫টির জবাব এরই মধ্যে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিজ্ঞপ্তিটি গণামধ্যমে পাঠানো হয়েছে।

এর আগে এ দিন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের এক অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে উঠে এসেছে, নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে অরক্ষিত পরিবেশে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপা হয়েছে। ব্যালট পেপারের সংখ্যাতেও পাওয়া গেছে গরমিল।

এর আগে ছাত্র সংগঠনগুলোসহ ডাকসু নির্বাচনের প্রার্থীরাও ব্যালট ছাপানোর প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ করে আসছিলেন। তবে নির্বাচন কমিশন বারবারই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে উন্নত মানের ছাপাখানায় ব্যালট পেপার ছাপানো হয়েছে।

টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনের পর ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞপ্তিতে বলেন, ব্যালট পেপার সংক্রান্ত যে অভিযোগটি উঠেছে, তা কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এরই মধ্যে এ বিষয়ে অধিকতর তদন্তের কাজ চলমান রয়েছে। শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশন সব বিষয়ে বিস্তারিত উত্তর দেবে।

ডাকসু নির্বাচন ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রার্থী এর আগে আরও অনেক অভিযোগ তুলেছেন। ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১১টি অভিযোগ উত্থাপন করা হয়েছে। ১২টি অভিযোগ উত্থাপন করেছে ছাত্র ইউনিয়ন।

এসব প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-পরবর্তী বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়গুলো নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তারই ধারাবাহিকতায় গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে বৃহস্পতিবার লিখিত জবাব দেওয়া হয়েছে। বাকি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়েও ক্রমান্বয়ে জবাব দেওয়া হবে।

এদিকে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বিক্ষোভও শুরু করেছেন। ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে তারা মিছিল করে স্লোগান দিয়েছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে?

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর জামায়াতের আমির শফিকুর রহমানের বক্তব্য ঘিরে জাতীয় সরকার গঠনের প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে।

১৩ ঘণ্টা আগে

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

১৩ ঘণ্টা আগে

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

১৫ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে সক্রিয় ও কৌশলী হওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারকে আরও সক্রিয় ও কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত জরুরি, আর এটি সরকারেরই দায়িত্ব। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে বিএনপি বারবার আহ্বান জানিয়ে

১৫ ঘণ্টা আগে