বাগছাস নাম পালটে ছাত্রশক্তি, নেতৃত্বে জায়গা হয়নি কাদেরের

ঢাবি প্রতিনিধি
ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার (ডানে)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নাম বদলে ফিরেছে পুরনো নামে। তারা আবার পরিণত হয়েছে জাতীয় ছাত্রশক্তিতে। এ ঘোষণা ছিল আগেরই। এবার এই সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে এ দুই কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা দুই কমিটির একটিতেও জায়গা হয়নি আবদুল কাদেরের, যিনি বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক ছিলেন। কাদের ডাকসু নির্বাচনে বাগছাসের সহসভাপতি (ভিপি) প্রার্থীও ছিলেন।

নবঘোষিত ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার। জাহিদ আগে বাগছাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাকের আহ্বায়ক পদে ছিলেন।

এ ছাড়া ছাত্রশক্তির উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম, দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মহির আলমকে। কেন্দ্রীয় কমিটির শীর্ষ এই চার নেতার মধ্যে সিয়াম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাকি তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের।

এদিকে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন সরকার।

এই কমিটিতে মো. সাইফুল্লাহকে দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। তিনি মুহসিন হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্মৃতিসৌধে পৌঁছাতে পারেননি তারেক রহমান, তার পক্ষে নেতাদের শ্রদ্ধা

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাধারণত সূর্যাস্ত পর্যন্ত স্মৃতিসৌধ শ্রদ্ধা জানানোর জন্য খোলা থাকে। তারেক রহমান সময়ের সঙ্গে পেরে ওঠেননি। সে কারণে সূর্যাস্তের আগে আগে বিকেল ৫টা ৬ মিনিটে তার পক্ষে সিনিয়র নেতাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেছে।

১৫ ঘণ্টা আগে

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতাদের নিয়ে বাবার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। পরে কিছু সময় বাবার কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন।

১৫ ঘণ্টা আগে

পূর্বাচল ৩০০ ফিটের বর্জ্য অপসারণ করল বিএনপি

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট মহাসড়ক), বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকা জুড়ে জমে থাকা সব ধরনের বর্জ্য পরিষ্কার করা হচ্ছে।

১৬ ঘণ্টা আগে

দেড় যুগ পর বাবার কবরে যাচ্ছেন তারেক রহমান, অপেক্ষায় নেতাকর্মীরা

প্রায় দেড় যুগ পর দেশে ফিরে বাবার কবর জিয়ারতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে শেরে বাংলা নগর এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে ওই এলাকায় নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন।

১৭ ঘণ্টা আগে