বাগছাস নাম পালটে ছাত্রশক্তি, নেতৃত্বে জায়গা হয়নি কাদেরের

ঢাবি প্রতিনিধি
ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার (ডানে)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নাম বদলে ফিরেছে পুরনো নামে। তারা আবার পরিণত হয়েছে জাতীয় ছাত্রশক্তিতে। এ ঘোষণা ছিল আগেরই। এবার এই সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে এ দুই কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা দুই কমিটির একটিতেও জায়গা হয়নি আবদুল কাদেরের, যিনি বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক ছিলেন। কাদের ডাকসু নির্বাচনে বাগছাসের সহসভাপতি (ভিপি) প্রার্থীও ছিলেন।

নবঘোষিত ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার। জাহিদ আগে বাগছাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাকের আহ্বায়ক পদে ছিলেন।

এ ছাড়া ছাত্রশক্তির উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম, দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মহির আলমকে। কেন্দ্রীয় কমিটির শীর্ষ এই চার নেতার মধ্যে সিয়াম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাকি তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের।

এদিকে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন সরকার।

এই কমিটিতে মো. সাইফুল্লাহকে দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। তিনি মুহসিন হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘কলি’তে ‘ছোট দল’ ইঙ্গিতের অভিযোগ এনসিপির, ইসি বলছে নিজস্ব সিদ্ধান্ত

ইসি বলছে, কারও কোনো দাবি-দাওয়ার মুখে নয়, তারা নির্বাচনি প্রতীকের সংখ্যা বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই প্রতীকটি অন্তর্ভুক্ত করেছে। আগের তালিকার কিছু প্রতীক নিয়ে আপত্তি থাকায় সেগুলো সংশোধন করে নতুন প্রতীক যুক্ত করা হয়েছে মাত্র।

১ দিন আগে

আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন

‘আমি আবার রিপিট করতে চাই, আপনি আর সময়ক্ষেপণ না করে আজকের ভেতরে হলে খুবই উত্তম, কারণ রাত ১২টা-১টাতেও ও রকম আদেশ জারির নজির আছে; আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই।’

২ দিন আগে

‘কলি’ নয়, ‘শাপলা’ই চায় এনসিপি

জহুরুল ইসলাম মুসা বলেন, ‘শাপলা কলি’ দেওয়া হলে তা আমরা মানব না। আমরা শাপলা প্রতীকই চাই। ‘শাপলা কলি’ প্রতীকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।’

২ দিন আগে

‘কাবিননামায় সাইন করেছে বিএনপি, এখন আর না বলার সুযোগ নাই’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি অনলাইনে ‘না’ শব্দ জারি করেছে। বিএনপির ‘না’ বলার কোনো ওয়ে নেই। তারা অলরেডি ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। তারা বিবাহে রাজিও হয়েছেন, কাবিননামায় সইও করেছেন। এখন তাদের না বলার কোনো অপশন নেই। বিএনপির ভেবেচিন্তে জুলাই সনদে সই করা উচিত ছিল।

২ দিন আগে