নির্বাচনে জোটের রাজনীতি মুখ্য, একক অংশগ্রহণে আগ্রহ কম

অয়ন আমান
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২২: ৩৫
ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের এককভাবে অংশ নেওয়ার সম্ভাবনা কমে আসছে। প্রায় সব দলই জোট বা আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতে করে রাজনৈতিক অঙ্গনে একাধিক জোট গঠনের তৎপরতা দেখা যাচ্ছে। এটিকে শক্তি প্রদর্শন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তারা বলছেন, জোট করে শক্তি প্রদর্শন করা রাজনীতির একটা রীতি। ভোটের রাজনীতিতে জোটের কোনো প্রভাব মূলত থাকে না। জোটের লাভ হয় ছোট দলগুলোর। কারণ তারা ক্ষমতার বৃত্তি থাকতে চান। বড় দলের সঙ্গে জোট করে কয়েকটা আসন পাওয়াই ছোট দলগুলোর চাওয়া।

জোটের বিষয়গুলো এখনো চূড়ান্ত নয় বলে রাজনীতি ডটকমকে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ।

তিনি বলেন, নির্বাচন ঘিরে জোটের আলোচনা চলছে। জোট যতটা না ভোটের জন্য তার চেয়ে বেশি শক্তি প্রদর্শনের জন্য। যারা জোটে আসেন তাদের লাভ।

সাব্বির আহমেদ বলেন, কয়টি জোট হতে পারে বা কোন দল কীভাবে শক্তি প্রদর্শন করবে তা এখনই বলা যাচ্ছে না। কারণ দলগুলোর মধ্যে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

বিএনপি সমমনা ডান-বাম ও ইসলামী দলগুলো নিয়ে একটি বড় জোট গঠনের পরিকল্পনা করছে। এলডিপি, জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরামসহ প্রায় ২০টি দল বিএনপির সম্ভাব্য জোটে থাকতে পারে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, দলটি নির্বাচনে জয়ী হলে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের চিন্তা করছে।

তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের নির্বাচনে অংশগ্রহণ এখনও অনিশ্চিত। শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় এবং তৃণমূলে দলটির দুর্বলতা নিয়ে প্রশ্ন থাকায় তাদের অবস্থান পরিষ্কার নয়।

তবে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক কেমন হবে, আসন ভাগাভাগি হবে কিনা অথবা জাপা আলাদাভাবে নির্বাচন করবে কিনা-তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রাজনীতি ডটকমকে বলেন, ৩০০ আসনের প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি। তবে নির্বাচনের আগে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক ধরনের পরিবর্তন আসবে।

একই সময়ে ইসলামপন্থি দলগুলো, বিশেষ করে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন, পৃথক 'বৃহত্তর ইসলামি জোট' গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কওমি মাদ্রাসাভিত্তিক হেফাজতে ইসলামসহ একাধিক দলের সঙ্গে ঐক্যমত্য গড়ে উঠেছে এবং আলোচনার মাধ্যমে নির্বাচনি আসন ভাগাভাগির পথে এগোচ্ছে।

নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। উদারপন্থি দলগুলোকে নিয়ে তারা একটি বড় জোট গড়তে চায়, যার মধ্যে গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদও থাকতে পারে। এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েঁছে। পাশাপাশি ৪০-৫০টি আসনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হতে পারে।

জোটের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নূরুল আম্বিয়া রাজনীতি ডটকমকে বলেন, বৈষম্যমুক্ত সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে একটা প্লাটফর্ম গড়ে তোলা এখন সময়ের দাবি। এই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

বামপন্থি দলগুলোও ‘যুক্তফ্রন্ট’ নামে একটি জোট গঠনের চেষ্টা করছে। এতে সিপিবি, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, নাগরিক ঐক্য ও অন্যান্য সংগঠন যুক্ত হতে পারে। এরা একযোগে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছে।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে অন্তত পাঁচটি প্রধান রাজনৈতিক জোট নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে চূড়ান্ত জোট গঠন এবং প্রার্থী তালিকা তফসিল ঘোষণার পরই স্পষ্ট হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ত্রয়োদশে ৬৩ আসনে লড়ছেন সিপিবি প্রার্থীরা

সিপিবির প্রার্থী তালিকায় দলটির বাইরের চারজন প্রার্থীও রয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ-১ আসনে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আজহারুল ইসলাম আজাদ ও মাদারীপুর-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া সিপিবি-সমর্থিত প্রার্থী নিরব রবি দাস ও শিপন রবি দাস যথাক্রমে গাইবান্ধা-৫

১৮ ঘণ্টা আগে

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করুন : সিপিবি

এর আগে অস্থায়ী বেদীতে সিপিবিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়। সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান প্রমুখ।

২১ ঘণ্টা আগে

৫ নেতাকে সুখবর দিল বিএনপি

ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য যশোর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে শরফুল্লাহ, ময়মনসিংহ জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, শেরপুর জেলাধীন নকলা উপজেলা বিএনপির সদস্য মো. দেওয়ান গোলাম মামুন ও মো. রেজাউল করিমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে

২১ ঘণ্টা আগে

আমি আপনাদেরই সন্তান, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি।’

১ দিন আগে