তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পালটাতে গণভোট লাগবে— প্রস্তাব বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: ফোকাস বাংলা

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান যেন সহজে পরিবর্তন করা না যায়, তার জন্য সংবিধানে ‘শক্তিশালী’ সংশোধনী আনার কথা বলেছে বিএনপি। দুটি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়ে নির্বাচনকালীন এই ব্যবস্থায় কোনো ধরনের বদল আনতে গণভোটের প্রস্তাব দিয়েছে দলটি।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ব্রিফিংয়ে এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংশোধনীটা শক্তিশালী করতে চাই, ভবিষ্যতে যেন কেউ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হাত না দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কেউ যদি পরিবর্তন আনতে চায়, সেটাও গণভোটের মাধ্যমে করার প্রস্তাব দিয়েছি।

বিএনপির এই নেতা এ প্রসঙ্গে আরও বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যেসব মৌলিক ধারা রয়েছে— যেমন প্রস্তাবনা ৮, ৪৮, ৫৬ ও ১৪২ নম্বর ধারা— এগুলোকে সংশোধন এলে তা পাস হওয়ার পর রাষ্ট্রপতির সইয়ের আগে গণভোটে দিতে হবে। সে অনুযায়ী আমরা প্রস্তাব দিয়েছি, ভবিষ্যতে কেউ যেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য তা গণভোট ছাড়া পরিবর্তন করা যাবে না— এমন একটি বিধান সংযুক্ত করা হোক। কমিশন এই প্রস্তাব গ্রহণ করেছে।

ঐকমত্য কমিশনের বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত বলে জানান সালাহউদ্দিন আহমদ। বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দলই একমত। কিন্তু এর গঠন প্রক্রিয়া কী হবে এবং এর ক্ষমতা ও কার্যাবলী কী হবে, তা নিয়ে ব্যাপক বিতর্ক আছে।

প্রায় সব দল সম্মত হলেও এখনই দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রয়োজন আছে কি না, সে প্রশ্নও উঠেছে। সালাহউদ্দিন বলেন, এখন দ্বিকক্ষ পার্লামেন্টের প্রয়োজন আছে কি না, সে প্রশ্ন অনেক দল তুলেছে। আমাদের দেশের যে আর্থিক সক্ষমতা সে বিবেচনায় আরেকটি পার্লামেন্ট তৈরি করা এবং সেই পার্লামেন্ট যদি নিম্নকক্ষের ‘রেপ্লিকা’ হয়, তাহলে সেটার প্রয়োজন আছে কি না সেসব প্রশ্ন এসেছে।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও উচ্চ কক্ষে ১০০ আসনের বিষয়ে রাজি হলেও উচ্চ কক্ষের আসন নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে রাজি নয় বিএনপি। বর্তমান সংবিধানে সংরক্ষিত নারী আসন যেভাবে নির্ধারণ হয় সেভাবে উচ্চ কক্ষ গঠনের পক্ষে মত দিয়েছে দলটি।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব করবেন তাদের নির্বাচনপদ্ধতির বিষয়ে আমরা বলেছি— সংবিধান অনুযায়ী বিদ্যমান সংরক্ষিত নারী আসন যেভাবে নির্বাচিত হয় আসনের ভিত্তিতে, সে অনুযায়ী নির্বাচনের কথা বলেছি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্বের ১৪তম দিনের এই আলোচনায় বিএনপিসহ এনসিপি ও জামায়াতে ইসলামীসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। পরে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব বিষয়ে সবার মতামত নিয়ে আলোচনা করে ঐকমত্য কমিশন আগামী রোববার সিদ্ধান্ত দেবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন কিম

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা নিয়ে এখনো কোনো পরীক্ষা করা হয়নি।

১ দিন আগে

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: খসরু

আমীর খসরু বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে- তা ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।

১ দিন আগে

কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্রকে অংশীদার হতে হবে: তারেক রহমান

একজন কন্যাসন্তানের বাবা হিসেবে আমি জানি মেয়েদের ক্ষমতায়ন কোনো নীতি নয়, এটি ব্যক্তিগত দায়িত্ব ও অঙ্গীকার। বাংলাদেশের জন্য আমাদের স্বপ্ন হলো যেখানে প্রতিটি মেয়ের জন্য একই স্বাধীনতা, সুযোগ এবং নিরাপত্তা থাকবে, যা যেকোনো বাবা-মা তাদের সন্তানের জন্য কামনা করেন।

১ দিন আগে

তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে

বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে চলে এসেছে বিএনপিরই একসময়ের মিত্র জামায়াতে ইসলামী। দলটি নির্বাচনের প্রার্থী নির্দিষ্ট করে প্রস্তুতি শুরু করেছে আরও প্রায় বছরখানেক আগে।

১ দিন আগে