জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

জাবি প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১০

জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে জাকসু নির্বাচনের এ ফল রাজনীতি ডটকমকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

এ ছাড়া এ নির্বাচনে ক্রীড়া সম্পাদক প্রার্থী অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের সদস্য মাহমুদুল হাসান কিরণ জয় পেয়েছেন। এ ছাড়া প্রায় সব পদেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

নির্বাচন কমিশনের ওই কর্মকর্তা জানান, দুপুর আড়াইটা নাগাদ ভোট গণনা শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

এর মধ্যে দিয়ে জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হতে সময় লাগলো প্রায় দীর্ঘ ঘণ্টা। নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী রাজনীতি ডটকমকে জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে ২১ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়েছিল জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নানা অনিয়ম-অব্যবস্থাপনা-বিশৃঙ্খলায় বিকেল ৫টায় ভোট শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি হলে ভোট শেষ করতে করতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সময় লাগে।

ভোট গ্রহণ শেষে সব হল থেকে ব্যালট বাক্স সিনেটে নিয়ে ভোট গণনা শুরু করতেই বেজে যায় রাত ১০টার বেশি। এরপর কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে অপেক্ষার প্রহর। কিন্তু শিক্ষকরা হাতে গুনে আর আর শেষ করতে পারছিলেন না ভোট।

এর মধ্যে ভোট শেষ হওয়ার আগে আগে ছাত্রদল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। ভোট শেষ হতে হতে বর্জনের ঘোষণা দেয় প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি জোট। তিনজন শিক্ষকও ভোট বর্জন করেন।

শুক্রবার দিনভর ভোট গণনায় যত সময় গড়াতে থাকে, ততই শিক্ষার্থীদের উদ্বেগ ও ক্ষোভ বাড়তে থাকে। এর মধ্যে তিন রিটার্নিং কর্মকর্তা ও পরে একজন নির্বাচন কমিশনারের পদত‍্যাগের ঘটনায় ধূম্রজাল তৈরি হয়। একজন শিক্ষকের মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ভোট গণনা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা পর্যন্ত হয়।

রাজনীতি ডটকম জানতে পেরেছে, জাকসু নির্বাচনের ফল ঘোষণা নিয়ে এমন অনিশ্চয়তার মধ্যে সরকারের শীর্ষ পর্যায় থেকে ফোন আসে। জাবি উপাচার্যের কাছ থেকে সার্বিক পরিস্থিতি অবগত হয়ে ভোট গণনা শুরু করার পরামর্শ দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় ওই ফোন আসার পর রাত সাড়ে ৮টায় জাকসুর ভোট গণনা নতুন উদ্যমে শুরু হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জাকসু নির্বাচনের ফল জানা যাবে দুপুরে

৮ ঘণ্টা আগে

জাকসু নির্বাচন : তৃতীয় দিনেও চলছে ভোট গণনা

৮ ঘণ্টা আগে

থমকে যায় জাকসুর ভোট গণনা, অনিশ্চয়তা কাটল সরকারের ‘পরামর্শে’

হল সংসদের ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে শুরু হয়েছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা। বিরতিহীনভাবে ভোট গণনা শেষ করে যত দ্রুতসম্ভব জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন।

১৮ ঘণ্টা আগে

‘আগামীর যুদ্ধে জয়ী হতে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে’

তিনি আরো বলেন, আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে বিএনপি শ্রীপুরের দুর্গ পরিণত হয়েছে তার প্রমান আপানার রেখেছেন। তৎকালীন পাকিস্তানি আমল এবং বিগত আওয়ামী বাংলাদেশ সময়ে শ্রীপুরের অবস্থা এরকম ছিল না। বিএনপি আজকে শ্রীপুরের ঘরে ঘরে, গ্রামে গ্রাামে। আগামী প্রজন্মকে একটি সুন্দর, সুখি, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়

২০ ঘণ্টা আগে