জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

জাবি প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১০

জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে জাকসু নির্বাচনের এ ফল রাজনীতি ডটকমকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

এ ছাড়া এ নির্বাচনে ক্রীড়া সম্পাদক প্রার্থী অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের সদস্য মাহমুদুল হাসান কিরণ জয় পেয়েছেন। এ ছাড়া প্রায় সব পদেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

নির্বাচন কমিশনের ওই কর্মকর্তা জানান, দুপুর আড়াইটা নাগাদ ভোট গণনা শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

এর মধ্যে দিয়ে জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হতে সময় লাগলো প্রায় দীর্ঘ ঘণ্টা। নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী রাজনীতি ডটকমকে জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে ২১ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়েছিল জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নানা অনিয়ম-অব্যবস্থাপনা-বিশৃঙ্খলায় বিকেল ৫টায় ভোট শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি হলে ভোট শেষ করতে করতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সময় লাগে।

ভোট গ্রহণ শেষে সব হল থেকে ব্যালট বাক্স সিনেটে নিয়ে ভোট গণনা শুরু করতেই বেজে যায় রাত ১০টার বেশি। এরপর কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে অপেক্ষার প্রহর। কিন্তু শিক্ষকরা হাতে গুনে আর আর শেষ করতে পারছিলেন না ভোট।

এর মধ্যে ভোট শেষ হওয়ার আগে আগে ছাত্রদল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। ভোট শেষ হতে হতে বর্জনের ঘোষণা দেয় প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি জোট। তিনজন শিক্ষকও ভোট বর্জন করেন।

শুক্রবার দিনভর ভোট গণনায় যত সময় গড়াতে থাকে, ততই শিক্ষার্থীদের উদ্বেগ ও ক্ষোভ বাড়তে থাকে। এর মধ্যে তিন রিটার্নিং কর্মকর্তা ও পরে একজন নির্বাচন কমিশনারের পদত‍্যাগের ঘটনায় ধূম্রজাল তৈরি হয়। একজন শিক্ষকের মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ভোট গণনা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা পর্যন্ত হয়।

রাজনীতি ডটকম জানতে পেরেছে, জাকসু নির্বাচনের ফল ঘোষণা নিয়ে এমন অনিশ্চয়তার মধ্যে সরকারের শীর্ষ পর্যায় থেকে ফোন আসে। জাবি উপাচার্যের কাছ থেকে সার্বিক পরিস্থিতি অবগত হয়ে ভোট গণনা শুরু করার পরামর্শ দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় ওই ফোন আসার পর রাত সাড়ে ৮টায় জাকসুর ভোট গণনা নতুন উদ্যমে শুরু হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জোটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নাহিদ

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমরা জামায়াতসহ ৮ দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি। আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করব। কে কোন আসন থেকে নির্বাচন করব তা আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জোটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না। ওই সব আসনে আমরা জোটের পক্ষে কাজ করব।

৯ ঘণ্টা আগে

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

তিনি বলেন, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

১০ ঘণ্টা আগে

মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

১১ ঘণ্টা আগে

নির্বাচন ঘিরে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 'আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।'

১১ ঘণ্টা আগে