ডাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স না দেওয়া নিয়ে প্রশ্ন শামীমের

ঢাবি প্রতিনিধি
শামীম হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স না রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন।

ভোটের দিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে কথা বলেন।

শামীম লিখেছেন, ব্যালট বক্স খুলে এলইডি স্ক্রিনে এবং সারা দেশকে দেখিয়ে ভোট গ্রহণ শুরু করতে হবে। এবং ৮১০টি বুথেই সেটি দেখাতে হবে।

ডাকসু নির্বাচনের এই স্বতন্ত্র প্রার্থী আরও প্রশ্ন তোলেন— ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) বক্স না রাখার কারণ কী?

এর আগে সোমবার গভীর রাতে ফেসবুকে দেওয়া আরেক স্ট্যাটাসে শামীম হোসেন ঢাবির সব শিক্ষার্থীকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান। বলেন, ‘কাল (মঙ্গলবার) আবাসিক-অনাবাসিক সবাই ভোট দিতে আসুন। এটা আমার অনুরোধ। নিজেদের আগামী দিনের ভাগ্য নির্ধারণ করুন।’

মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে একযোগে শুরু হয়েছে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। ভোট নেওয়া হবে বিকেল ৪টা পর্যন্ত।

ছয় বছর বিরতির পর আয়োজিত এ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোট ঘিরে ঢাবি ক্যাম্পাস ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে ভোটের আগ মুহূর্তে স্বচ্ছ ব্যালট বাক্স নিয়ে স্বতন্ত্র প্রার্থীর এমন প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনকে স্বচ্ছ করতে নতুন উদ্যোগের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। বলেছিল, ভোট গ্রহণের আগে প্রতিটি কেন্দ্রে খালি ব্যালট বাক্স প্রদর্শন করে সিলগালা করা হবে সংবাদমাধ্যম কর্মীদের সামনে। ভোট শেষে কেন্দ্রের সামনে গণনা প্রক্রিয়া সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে।

গণমাধ্যম কর্মীরা সকালে কেন্দ্রগুলো থেকে জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার সময় খালি ব্যালট বাক্সগুলো গণমাধ্যম কর্মীদের দেখিয়ে তারপর সিলগালা করে নেওয়া হয় বুথে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জোটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নাহিদ

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমরা জামায়াতসহ ৮ দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি। আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করব। কে কোন আসন থেকে নির্বাচন করব তা আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জোটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না। ওই সব আসনে আমরা জোটের পক্ষে কাজ করব।

৬ ঘণ্টা আগে

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

তিনি বলেন, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

৬ ঘণ্টা আগে

মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

৭ ঘণ্টা আগে

নির্বাচন ঘিরে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 'আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।'

৭ ঘণ্টা আগে