চাকসুতে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ ১১৬২ জনের

চবি প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৫৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এক হাজার ১৬২ জন। এর মধ্যে এখন পর্যন্ত ৩৭১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার জন্য আরও একদিন হাতে রয়েছে।

চাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় একদিন বাড়িয়ে করা হয়েছিল বুধবার (১৭ সেপ্টেম্বর)। আগের দিনের এক হাজার ৮৯ জনের সঙ্গে এ দিন আরও ৭৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চাকসু নির্বাচন কমিশনের তথ্য বলছে, সব মিলিয়ে মনোনয়নপত্র বিতরণ হয়েছে এক হাজার ১৬২টি। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য বিতরণ হয়েছে ৫২৮টি, বাকি ৬৩৪টি হল সংসদের জন্য। এদিকে ছাত্র হলগুলোতে হল সংসদের জন্য ৪৫৪ জন ও ছাত্রী হলগুলোতে হল সংসদের জন্য ১৮০ জন মনোনয়নপত্র নিয়েছেন।

ছেলেদের হলগুলোর মধ্যে সোহরাওয়ার্দী হল সংসদের জন্য সর্বোচ্চ ৮৩টি, ফরহাদ হোসেন হলে দ্বিতীয় সর্বোচ্চ ৬১টি ও অতীশ দীপঙ্কর হলে তৃতীয় সর্বোচ্চ ৫৩টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।

এ ছাড়া আমানত হলে ৫০টি, শাহজালাল হলে ৪৫টি, এ এফ রহমান হলে ৪২টি, আলাওল ও সূর্যসেন হলে ৪১টি করে এবং রব হলে ৩৮টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। ছেলেদের হলগুলোর মধ্যে সবচেয়ে কম ২৬টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে শিল্পী রশিদ হোস্টেলে।

মেয়েদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিজয় ২৪ হলে ৪০টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭টি করে মনোনয়নপত্র বিতরণ হয়েছে খালেদা জিয়া হলে ও প্রীতিলতা হলে ৩৭টি। এ ছাড়া শামসুন নাহার হলে ২৫টি ও ফয়জুন্নেসা হলে সবচেয়ে কম ১৫টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।

এদিকে গত তিন দিনে চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা পড়েছে ৩৭১টি। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ও হল সংসদের জন্য ২৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ছাত্র হলে ১৫০টি ও ছাত্রী হলে ৯৬টি মনোনয়নপত্র জমা পড়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ নির্বাচন ঘিরে চবি ক্যাম্পাসে দেখা দিয়েছে উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে ক্লাস রুম— সবখানে এখন আলোচনা চাকসু নির্বাচন ঘিরে। এ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যাহত করছে: বিএনপি মহাসচিব

১২ ঘণ্টা আগে

তরুণরাই দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, ‘যে তরুণরা দুর্বার আন্দোলনের মধ্যে দিয়ে পর্বত সমান হস্তিকে দেশ থেকে তাড়িয়েছে, তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।’

১৪ ঘণ্টা আগে

দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ ইসলাম

এনসিপির নেতা বলেন, বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। সেখানে সংস্কার আগে করতে হবে। আমরা যদি শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারি, তাহলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়।

১৫ ঘণ্টা আগে

হিন্দু ভোটব্যাংকে 'নজর' জামায়াতের?

ঝিনাইদহে জামায়াত যেভাবে হিন্দু ধর্মের অনুসারীদের নিয়ে কাজ করছে, সম্প্রতি এরকম বিভিন্ন ঘটনা দেশের বিভিন্ন জেলা থেকে গণমাধ্যমের খবরে এসেছে। যেগুলোতে বলা হচ্ছে, জামায়াতে ইসলামীতে সনাতন ধর্মের অনুসারীদের কেউ কেউ যোগ দিচ্ছেন। কোথাও কোথাও জামায়াতের 'সনাতনী কমিটি' গঠনের খবরও পাওয়া যাচ্ছে।

১৫ ঘণ্টা আগে