ডাকসুর নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: বাকের

ঢাবি প্রতিনিধি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আবু বাকের মজুমদার। ছবি: রাজনীতি ডটকম

ডাকসুর নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন বৈষমবিরোধী শিক্ষার্থীদের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার।

তিনি বলেন, এই নির্বাচন কমিশন এখনো একটি পক্ষের হয়ে কাজ করছে। এখানে আগে থেকে যাদের শিক্ষক আছে, কর্মকর্তা-কর্মচারী আছে, তারাই হয়তো নিয়ন্ত্রণ করছে এবং একেকটা অংশে কাজ করছে। এ জন্য এখানে মাল্টি-টাইপের অভিযোগ শোনা যাচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

আবু বাকের মজুমদার বলেন, সকাল থেকেই ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল। আমরা একুশে হলে সরাসরি প্রমাণ পেয়েছি। হলে কী হয়েছে, আপনারা দেখেছেন। এসব শিক্ষার্থীদের মনে সংশয় তৈরি করছে।

অমর একুশে হলের ভোটকেন্দ্রে আগে থেকেই ব্যালট বাক্সে সিল মারা ব্যালট পাওয়া গেছে বলে অভিযোগ মিলেছে।

এ অভিযোগ প্রসঙ্গে বাকের আরও বলেন, আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে সংশয়ের কথা আগে থেকে বলে আসছিলাম, তা আবারও প্রমাণিত হচ্ছে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ রকম বিতর্কিত ডাকসু ডিজার্ভ করে না। এর পরিবর্তে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ডাকসু হওয়া প্রয়োজন ছিল।

তারপরও আশা ছাড়ছেন না ডাকসু নির্বাচনের এই জিএস প্রার্থী। তিনি বলেন, তবু আমরা আশাবাদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন ব্যালট বিপ্লবের জবাব দেবেন। যারা এসব আয়োজন করছেন, তাদের শিক্ষার্থীরাই জবাব দেবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইনসানিয়াতের ভিপি প্রার্থী তাহমিনার ভোট বর্জন

তাহমিনা বলেন, ‘নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য লক্ষ্য করছি। অমর একুশে হলে এক শিক্ষার্থীর পক্ষে পোলিং অফিসার ব্যালট পেপার পূরণ করে দিয়েছেন। অন্যদিকে আমাদের ছয়জন পোলিং এজেন্ট রাখার জন্য আগেই তথ্য দেওয়া হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ একজনকেও অনুমোদন দেননি।’

২ ঘণ্টা আগে

ডাকসুতে আশানুরূপ নির্বাচন হয়নি: ছাত্রদল

আবিদ বলেন, ‘গত সোমবার যেভাবে সাইবার হামলা হয়েছে, তেমনি আজ সকাল থেকেই নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপপ্রচার চালানো হয়েছে।’ প্রার্থীদের কেন্দ্রে ঢোকার অনুমতি থাকলেও রিটার্নিং কর্মকর্তারাও এমন অপ্রচারে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

২ ঘণ্টা আগে

ভোটে কারচুপি করা হচ্ছে— অভিযোগ 'অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেলের

প্যানেলের সদস্যরা বলেন, এখন পর্যন্ত আমরা চারটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ পেয়েছি এবং সেগুলোর সত্যতাও মিলেছে। একজন পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটাই প্রমাণ করে যে এখানে আসলেই ভোট কারচুপি হয়েছে।

৫ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: গয়েশ্বর

ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী। ছাত্রসমাজ সচেতন রয়েছে বলেও জানান তিনি।

৭ ঘণ্টা আগে